গাজায় সামরিক ব্যবহার ঠেকাতে ২০২৪ সালের জানুয়ারি থেকেই লাইসেন্স স্থগিত
ইসরাইলে কোনো সামরিক সরঞ্জাম রপ্তানি না করার প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ জানিয়েছেন, গাজায় ব্যবহারের সম্ভাবনা থাকা কোনো সামগ্রী ২০২৪ সালের জানুয়ারি থেকে রপ্তানির জন্য কোনো নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি।
শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, “যেসব সামরিক পণ্য গাজায় ব্যবহৃত হতে পারে, সেগুলোর লাইসেন্স আমরা শুরুতেই স্থগিত করেছি এবং এখনো তা বহাল রয়েছে।”
সম্প্রতি চারটি এনজিও এক প্রতিবেদনে দাবি করে, কানাডা থেকে ইসরাইলে এখনো ‘মিলিটারি ওয়েপন পার্টস ও অ্যামুনিশন’ পাঠানো হচ্ছে। কিন্তু মন্ত্রী আনন্দ এই প্রতিবেদনকে “বিভ্রান্তিকর ও বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে” বলে প্রত্যাখ্যান করেন।
তিনি জানান, প্রতিবেদনে যেগুলোকে গুলি বলা হয়েছে, সেগুলো আসলে পেইন্টবল জাতীয়, যা যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নয়। এমনকি যুদ্ধাস্ত্রকে নিষ্ক্রিয় করে এমন যন্ত্রও এসব চালানে ছিল বলে জানান তিনি।
আনন্দ আরও বলেন, “কোনো প্রতিষ্ঠান বৈধ লাইসেন্স ছাড়া সামরিক পণ্য রপ্তানি করলে তাদের বিরুদ্ধে জরিমানা, জব্দ ও ফৌজদারি মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ফিলিস্তিনি যুব আন্দোলনসহ বিভিন্ন সংগঠন মঙ্গলবার (২৯ জুলাই) অটোয়ায় এক সংবাদ সম্মেলনে শিপমেন্টের নথি উপস্থাপন করে দাবি করে, কানাডার অস্বীকার সত্ত্বেও দেশটি এখনো ইসরাইলকে অস্ত্র সহায়তা দিচ্ছে।