Monday, April 28, 2025
24.7 C
Dhaka

ইসরাইলের পক্ষেই কথা বললেন যুবরাজ সালমান

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, নিজেদের ভূমিতে বসবাসের অধিকার ইসরাইলের আছে। এমন একটি শান্তিচুক্তি দরকার যাতে সব পক্ষই স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে বসবাস করতে পারে। সোমবার প্রকাশিত মার্কিন ম্যাগাজিন আটলান্টিককে দেয়া এক সাক্ষাৎকারে সালমান এসব কথা বলেন। সাক্ষাতকারে ইসরাইলের এবং সৌদি আরবের কয়েকটি বিষয়ে অভিন্ন স্বার্থ নিয়েও কথা বলেছেন তিনি। গত মাসের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র সফরে থাকা যুবরাজ সালমান সম্প্রতি ইসরাইলের ব্যাপারে বেশ খোলামেলাভাবে নিজেদের বক্তব্য বলে আসছেন।

সাক্ষাতকারে সালমানের বিভিন্ন বক্তব্য উদ্ধৃত করে বৃটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, সৌদি আরব ও ইসরাইলের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এটা তারই প্রমান। যদিও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইসরাইলকে এখনো প্রকাশ্য স্বীকৃতি দেয়নি সৌদি আরব।

এক প্রশ্নের জবাবে প্রিন্স সালমান বলেন, ‘ইসরায়েল এবং আমাদের সৌদি আরব) অনেক বিষয়েই আগ্রহের মিল আছে। উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের অন্য সদস্য দেশগুলোও ইসরায়েলের সঙ্গে অনেক বিষয়ে আগ্রহী।

ইহুদিরা নিজেদের পিতৃপুরুষের ভূমিতে একটি জাতিরাষ্ট্র হিসেবে বসবাস করতে পারে কিনা এমন এক প্রশ্নে সালমান বলেন, ‘নিজেদের ভূমির ওপর ফিলিস্তিনিদের মতো ইসরায়েলিদেরও পূর্ণ অধিকার আছে। এখন একটি শান্তিচুক্তি দরকার যাতে সব পক্ষই ও স্বাভাবিক একটি সম্পর্ক বজায় রাখতে পারে।’

রয়টার্স বলছে, সৌদি যুবরাজ সালমানের যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্য তার দেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ করা। একইসঙ্গে প্রতিপক্ষ ইরানের প্রভাব বলয় ভেঙে সৌদির পক্ষে সমর্থন বাড়ানোও তার একটি উদ্দেশ্য।

প্রসঙ্গত, ১৯৬৭ সালের এক অস্যায় যুদ্ধে ইসরায়েল আরব ভূখণ্ড দখল করে নেয়। ওই ভূমি ফেরত দেয়ার ওপর ভিত্তি করে ইসরায়েলের সঙ্গে সৌদি আরব এক ধরণের ঠান্ডা সম্পর্ক বজায় রেখে আসছিল। যদ্রি অভিযোগ আছে, দেশ দুটির মধ্যে গোপন সম্পর্ক রয়েছে। কিন্তু সম্প্রতি সৌদি যুবরাজের বিভিন্ন বক্তব্য এবং ইসরাইলি কয়েকজন মন্ত্রীর বক্তব্যেও তাদের সম্পর্ক থাকার সত্যতা প্রকাশ পায়।

সৌদি আরব গতমাসে প্রথমবারের মত তাদের আকাশ পথ ইসরায়েলগামী কমার্শিয়াল ফ্লাইটের জন্য উন্মুক্ত করে দেয়। দুই দেশের সম্পর্কের পরিবর্তনের ধারায় ওই ঘটনাকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের একজন কর্মকর্তা। তাদের এ সম্পর্কের পেছনে মধ্যপ্রাচ্যের প্রভাববিস্তারি রাষ্ট্র ইরানকে ঠেকানোও অভিন্ন উদ্দেশ্য। সূত্র : রয়টার্স, আটলান্টিক, টাইমস অব ইসরাইল

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...

বিয়ের কাজ সারলেন তালাত মাহমুদ রাফি

বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ)...

যুদ্ধ বন্ধে পুতিনের সাথে কথা বলবে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামীকাল মঙ্গলবার রুশ...

সিআইডি প্রধান হলেন গাজী জসীম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন...

দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন...

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img