যুক্তরাষ্ট্র এখন এক ‘অস্তিত্ব সংকটের’ মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। শিকাগোয় ন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “১৯৬০-এর দশকের পর এই প্রথম মার্কিন প্রান্তিক জনগোষ্ঠী এত বড় আক্রমণের মুখে পড়েছে।”
বাইডেন বলেন, আইন, ইতিহাস ও ন্যায়বিচারের ওপর ট্রাম্প প্রশাসন সুপরিকল্পিতভাবে আঘাত হানছে। কিছু রাজনীতিক বৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও পরিবার থেকে বিচ্ছিন্ন করার দৃশ্য উপভোগ করেন বলেও অভিযোগ করেন তিনি। এই প্রবণতাকে ‘ন্যায়বিচারের অপমান’ আখ্যা দেন তিনি।
ন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের শতবর্ষ উপলক্ষে দেওয়া বক্তব্যে বাইডেন কৃষ্ণাঙ্গ আইনজীবীদের নাগরিক অধিকার আন্দোলনে অবদানের কথা স্মরণ করেন এবং বলেন, “এই উত্তরাধিকার রক্ষা করা আজ জরুরি হয়ে দাঁড়িয়েছে।”
বক্তব্যে বাইডেন নিজেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সিনেটর ও সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বিষয়টি তুলে ধরেন। যদিও সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনে তাঁর মানসিক ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং ঘনিষ্ঠরা তা গোপন করেছেন বলেও দাবি উঠেছে, এই বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি।
তবে বাইডেন জানান, তিনি ক্যান্সারের সঙ্গে লড়ছেন এবং নিজের প্রেসিডেন্সিকে কেন্দ্র করে একটি স্মৃতিচারণমূলক বই লিখছেন। এর মধ্যেই তিনি জুন মাসে একাধিক অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন।