মাসুদ আনসারীঃ
সারাফ নাওয়ার হৈচৈ। সবাই হৈচৈ বলে ডাকে। তার হাতে আঁকা ছবি দেখে প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারবেন না- আসলেই কি এইসব হাতে আঁকা! না ক্যামেরা কিংবা গ্রাফিক্স’র কারসাজি!! এইবছর হলিক্রস কলেজ থেকে এইচএসসি দিয়েছে। রেজাল্টও ভালো। স্কুলের গন্ডি অতিক্রম করেছে শেরে বাংলা নগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। বাবা আবু বকর সিদ্দিক, যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী। মা সহিফা রৌশন, পরিবারই তার কর্মক্ষেত্র। তারা দুই ভাইবোন। ভাই উৎসব, দুষ্টুমিতে সেরা!
‘ছোটবেলা থেকেই ছবি আঁকি ,আমার খালামনি আমাকে barbie doll এঁকে দিতেন। আর আমি তা রং করতাম, কিন্তু আন্তরিকতার সাথে ছবি আঁকা শুরু করি ২০১৬ সালের থেকে – জানালো হৈচৈ।
অনেকের কাছ থেকে ছবি আঁকার অনুপ্রেরণা পেয়েছেন। তবে লিসা ক্লোহ, নাশাদ সাকেব’র কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ার পাল্লাটা সবথেকে বেশিই। কালারড পেন্সিল, গ্রাফাইট পেন্সিল এবং ওয়াটার কালার দিয়ে কাজ করতে বেশি আরাম পান। ছবি একে একজন ভালো শিল্পী হওয়ার ইচ্ছা তার, ছবি আঁকা নিয়ে অনেক কিছুই করছে এখন। শিখছেও বেশ, হৈচৈ বিশ্বাস করেন ভালো কিছু করতে হলে শিখার কোনো বিকল্প নেই।
তোমাদের জন্য থাকছে আজ সারাফ নাওয়ার হৈচৈ’র হাতে আঁকা কিছু ছবিঃ
