মুহতাসিম ফাহাদ মাহিন
ভালোবাসা দিবসে ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। এই প্রত্যাশায় কলেজ পড়ুয়া কিছু শিক্ষার্থীরা মিলে ঠিক করলো, গরীব পথশিশু এবং দুঃস্থ প্রতিবন্ধী মানুষদের একত্রে খাওয়াবে এবং সকলের মুখে একবেলার জন্য হলেও হাসি ফোটাবে। তাদের এই মহৎ উদ্দেশ্যে হাত এগিয়ে দিলো বন্ধু মহলের আরো কয়েকজন।
তারপর একে একে সকলের আর্থিকভাবে সাহায্যের মাধ্যমে তারা সফল করে ফেলল তাদের ছোট্ট এই উদ্যোগ। তাদের মূল উদ্দেশ্য ছিলো, দুঃস্থ সেসকল মানুষদের খুশি করা, যারা একবেলা খাবার পায় তো আরেকবেলা খাবার থেকে বন্ঞ্চিত হয়। ভালোবাসা দিবসে তারাও উদযাপন করুক ছোটখাটো কিছু মুহুর্ত, তাদের সেই হাসিমুখেই বেঁচে থাকুক পবিত্র ভালোবাসা গুলো। এরকমই ছোট্ট এক উদ্যোগে উত্তরায় আজ কিছু কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সেই মানুষগুলোর মুখে হাসি ফোটালো।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সরকারি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাহিম রাজি প্রান্তিক সহ রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী রায়হান মুরসালিন রাতুল, আমি ও নাভিদ ধ্রুব, ফুয়াদ হাসান মাকসুদ, সাব্বির আহমেদ সালমান সহ আরো অনেকেই এই উদ্যোগের অংশ ছিলো। তবে মূলত সর্ব প্রথম উদ্যোগ গ্রহন করে আরাফাত ইসলাম রচি। সকলের মিলিত প্রচেষ্টায় দিনশেষে তারা কয়েকটি মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগে ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে এই প্রত্যাশাই তারা ব্যক্ত করে। তারা আরো জানায়, এভাবেই অনুপ্রাণিত হয়ে প্রতিটি সময় তারা গরীব দুঃস্থ মানুষদের পাশে থাকবে। একটু ভীন্নভাবে পথশিশু, দুঃস্থ মানুষ এবং পরিবারের সাথে ভালোবাসা দিবস উপভোগ করে বেশ খুশি তারা।
ভালোবাসার পবিত্রতা ছড়িয়ে পড়ুক সবার মাঝেই। ভালোবাসাই পারে মানুষের মুখে হাসি ফোটাতে, এভাবেই ছোট ছোট গল্প রচিত হোক সর্বত্র।