লেখা ও ছবি-তোফাজ্জল হোসেন নিবির
কত ধরনের ভালোবাসা আমাদের এই দুনিয়াতে।সব ভালোবাসার মাঝেই থাকে এক এক ধরনের রং।জীবন এর এই ভালোবাসার গুলোর মধ্যে বাবা-ছেলের ভালবাসা অন্যতম। কেন শ্রেষ্ঠ এই বাবা ছেলের ভালোবাসা?নিজের জীবন এর অভিজ্ঞতা থেকেই বলি কিছু কথা।এটা সেই ভালোবাসা যেই ভালোবাসা নিঃস্বার্থময় এবং পবিত্রময়।
ছোট বেলা থেকেই থাকতে ভালোবাসতাম বাবার সাথে।হয়ত তখন জানতাম না ভালোবাসাটা কি। আস্তে আস্তে বড় হলাম বুঝতে শুরু করতে থাকলাম বাবার ভালোবাসা। আজও নিজের জুতার ফিতাটা নিজে লাগাতে পারিনা, নিজের কলেজ ড্রেস এর বোতাম লাগাতে পারি না। কেন পারি না কারন সেটা তো বাবা নিজেই করে দিত।যখন নিজের জন্য একটা নতুন প্যান্ট বানিয়ে নিয়ে আসতেন, সেই প্যান্ট আমারও ভালো লাগতো, আমি নিজেই পরে ফেলেছি কোন দিন জিগেস করেন নি। কেন পরেছিল। এটা কি শুধু এ ভালবাসা ছিলো নাকি তার থেকেও বড় কিছু সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন। আজ হয়ত সেই ভালবাসার মানুষ টা নেই কাছে তবুও তার স্মৃতি নিয়ে আগামী দিন গুলো কেটে যাবে।চির অটূট থাকুক দুনিয়ার সব বাবা- ছেলের ভালোবাসা। এই ভালোবাসার মাঝে যেন কোন দিন কোন ধরনের বাধা না আসে এই কামনা রইল।
জয় হোক এই ভালোবাসার।