হাসান ইনাম
পড়াশুনা করেছেন ইংল্যান্ডের ডেভনশায়ারের এক্সমাউথের সেন্ট পিটার্স স্কুল, লন্ডনের মেসার্স রেন এন্ড গার্নেজ ইনস্টিটিউশন, লন্ডন বিশ্ববিদ্যালয়ে এবং জার্মানির জেনা বিশ্ববিদ্যালয়ে। ১৮৯৪ সালে পিতার জমিদারি এস্টেট পরিচালনার কাজ শুরু করেন। তিনি দুইবার মন্ত্রি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন (১৯২৪ ও ১৯২৭ সাল)। তিনি ১৯২৮ সালে নাইট ও ১৯৩৩ সালে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত হন। একাধারে তিনি ছিলেন রাজনীতিবিদ, পর্যটক, মন্ত্রী, বঙ্গীয় শাসন পরিষদ, বঙ্গীয় প্রাদেশিক ও ভারতীয় কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার সদস্য, মুসলিম শিক্ষার সংস্কারক এবং বাংলার মুসলিম রেনেসাঁর অন্যতম পথপ্রদর্শক। মুসলিমদের উপকারের জন্যেও তিনি চেষ্টা করেছেন। তিনি সৈয়দ আমির আলি প্রতিষ্ঠিত সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশনের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি ৩টি বই লিখেছেনঃ ১. পিলগ্রিম ট্রাফিক টু হেজাজ এন্ড প্যালেস্টাইন, ২. মুসলিম এডুকেশন ইন বেঙ্গল ৩. দ্য ডাইয়ারকিয়াল সিস্টেম ইন বেঙ্গল। আঠারো শতকের এই প্রাজ্ঞ বাঙালি রাজনীতিবিদ মাত্র ৬৬ বছর বয়সে ১৯৩৯ সালের ২৪ জুলাই তার কলকাতায় বালিগঞ্জের বাসভবনে ব্রাঙ্কো-নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ১৮৭২ সালের আজকের এই দিনে দেলদুয়ার গ্রামের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। স্যার আবদুল করিম গজনভীর জন্মবার্ষিকী আজ। চ্যানেল আগামীর পক্ষ থেকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান এই নেতাকে।