ওয়াসিফ কবির (শ্রুতিলেখক ও ফটোগ্রাফার) ঃ
আমার নাম দয়াল, আর ওর নাম জনি। আমি ভ্যান দিয়া মালামাল আনা নেয়া করি। কাঠ ফাঁটা রোদ হোক আর যত বড় ঝড়ই হোক না কেন জনি সব সময় আমার সাথে থাকে।আমি মাঝে মাঝে সারাদিন, সারারাত কাম করি জনিও আমার সাথে থাকে কাজে সাহায্য করে।
কখনো কখনো ২জনের খাওয়ার মত টাকা থাকে না,তহন আমি নিজে না খায়া জনিরে খাওয়াই। ৬ মাস আগের কথা রাইত ৩ টার সময় মালামাল দেওয়া শেষ কইরা বাড়ি যাইতে ছিলাম। তখন হুট কইরা আমার ভ্যানের সামনের চাকা এক মেনহলের গর্তে পরে, আমি নিজেরে সামলাইতে না পাইরা গর্তে পইরা যাই, জনি ভ্যানেই ছিল,আমি কোন ভাবেই ওই গর্ত থেইকা উঠতে পারতেসিলাম না,আমার ভ্যানের একটা রশির মাথা বাধা ছিল কিছুক্ষণ পরে জনি ওই রশির আরেক মাথা নিচে পাঠায় ,রশি ধইরা কোনোমতে উপরে উইঠা আসি। সেদিন বুঝলাম এই বোবা প্রানিগুলার মায়া ও সম্পর্কের নিখুঁত ভালোবাসা।
