লেখা ও ছবি- তোফাজ্জল হোসেন নিবির
জীবন নামক শব্দটা আমাদের সবার কাছেই খুবই
মুল্যবান। কিন্তু এই জীবন প্রতিটি মানুষ এর কি এক? নিঃসন্দেহে সেটা এক নয়। মানুষের এই জীবনটা হরেক রকমের হয়। কেও হয়তো বা দশ তলা ছাদে জীবন কাটায় আবার কেউ রেলস্টেশনে। যে যেখানেই থাকুক না কেন তাদের চাহিদা সম্পূর্ণ আলাদা। বাস্তব জীবন সেটাই যেই জীবন আমাদের বুঝতে শেখায় আসল জীবনটা কি। রেল রাস্তায় থাকা ছেলে গুলোর চাহিদা দশ তলায় থাকা ছেলেদের থেকে আলাদা। তাদের জীবনের প্রতিটা স্মৃতি এই রেল আর এই রাস্তাটার সাথে। খেলাধুলা, খাবার,ঘুমানো সব তাদের এখানে। হ্যাঁ, এটাও একটা সুন্দর জীবন। এখান থেকেও জীবনে অনেক বড় হওয়া যার। তাই এদের অবহেলা না করে সবাইকে নিয়ে গড়ে তুলতে হবে একটা সুন্দর পৃথিবী।