জাকিয়া সুলতানা প্রীতি
“চুল তার কবেকার অন্ধকার বিদীশার নেশা”
চুল মেয়েদের কাছে যেমন পরম আরাধ্যার বিষয় তেমনি ছেলেদের কাছেও আকর্ষণের একটি জায়গা!!অনেকের চুল দেখে শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছা হয়,যেমন বড় তেমন লম্বা।এক কথায় রূপকথার রাপান্জেল!!
রূপকথার রাপান্জেল কিন্তু সত্যিই বাস্তবে আছে,আর তিনি হলেন জি কুইপিং!!
যিনি বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারী নারী।
জি কুইপিং চীনের বাসিন্দা।২০০৪ সালের ৮ মে যখন তার চুল মাপা হয় তখন তার চুল ছিল ৫.৬২৭ মিটার বা ১৮ ফুট বা ৫.৫৪ ইন্ঞ্চি লম্বা।শুনতে অদ্ভুত লাগলেও তার চুল
পূর্ণ বয়স্ক একটি জিরাফের সমান লম্বা।(একটি পুরুষ জিরাফ প্রায় ৫-৬ মিটার লম্বা হয়)
চীনের এই নারী তার চুল লম্বা করা শুরু করেন ১৯৭৩ সালে,যখন তার বয়স মাত্র ১৩।এতো লম্বা চুলের যত্ন নেয়া দুঃসাধ্য হলেও,কুইপিং বলেন,”আসলে এটা তেমন সমস্যার কিছু না,আর আমি ধীরে ধীরে এর সাথে মানিয়ে নিয়েছি”।তিনি আরও বলেন,”এর জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন,আর চুল এতো লম্বা হবার কারণে আমাকে বেশির ভাগ সময় সোজা হয়েই থাকতে হয়”