মহিউদ্দীন আহমেদ অমি
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘নবাব’ এর প্রথম গান ঝড় তুলেছে দর্শকদের মনে। ছবিটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত। কয়েকদিন আগেই ছবির প্রথম টিজার শাকিব ভক্তদের মাঝে উত্তেজনার পারদ ছড়িয়েছে। এবার জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ছবির ‘দেবো তোকে দেবো ষোলআনা’ নামে গানটি প্রকাশ হয়। প্রকাশ হওয়ার মাত্র চারদিনের মাথায় গানটি ইউটিউবে ১৫ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে।
স্যাভির সুর করা এ গানে কণ্ঠ দিয়েছেন সাদাব হাশমি ও আকৃতি কক্কর। কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। শাকিবের সঙ্গে কোমর দুলিয়েছেন ছবির নায়িকা শুভশ্রী। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার জয়দীপ মুখার্জি। ছবিতে শাকিব-শুভশ্রী ছাড়া আরো অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা। ছবিটিতে থাকবেন অমিত হাসান, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী।