নতুন বছর নতুন গান নিয়ে হাজির রেহান রাসূল। রেহান রাসূল সবার মাঝে আর জে রেহান নামেই পরিচিত। রেহান রাসূল এবার ফেরাতে পারিনি গান নিয়ে হাজির দর্শকদের মাঝে। অ্যাপয়েন্টমেন্ট লেটার নাটকে গানটি গেয়েছেন তিনি। গানটি লিখেছেন মাহমুদ মন্জুর এবং সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। রেহান রাসূল ২০১৩ সালে রেডিও জকি হিসেবে যাত্রা শুরু করে৷ তিনি সিটি এফএম, রেডিও টুডেতেও কাজ করেছেন। বর্তমানে তিনি এবিসি রেডিওতে রেডিও জকি এবং প্রডিওসার হিসেবে আছেন। বর্তমানে তিনি এবিসি রেডিওতে ইনশোমিনিয়া শো টি করে থাকেন।
রেহান রাসূল ইউটিউবে তার নিজের চ্যানেলে গান কভার করে আপলোড করতে বহুদিন আগে থেকেই কিন্তু বাজে স্বভাব গান দিয়ে সকলের নজর কাড়েন তিনি৷ বর্তমানে ইউটিউবে ১০ মিলিয়ন মানুষ বাজে স্বভাব গানটি দেখেছে। দর্শকদের দাবিতে বাজে স্বভাব – ২ গানও বের করেন রেহান রাসূল। শোক হোক শক্তি নাটকের থিম সং ভালো থাকবো গানটিও গেয়েছেন তিনি।
চ্যানেল আগামীঃ রেডিও জকি থেকে গায়ক হওয়ার ইচ্ছে জাগলো কেন?
রেহানঃ গায়ক হবার ইচ্ছে জাগেনি। সৃষ্টিকর্তার দান কন্ঠস্বর আমি চেষ্টা করি তার দান কে সম্পূর্ন প্রেম নিয়ে সম্মান করতে৷ আমি গানের আশেপাশেই থাকবো এবং গাইবো বলেই আরজে হওয়া।
সীমান্তঃ গান নিয়ে কতদূর আগাতে চান?
রেহানঃ গান যতদূর সঙ্গ দেয়,দূরত্ব সীমাহীন।
সীমান্তঃ সামনে কি কোন ব্যান্ড খোলার চিন্তা আছে?
রেহানঃ একটা দল খোলার ইচ্ছে আছে,ওটাকে ব্যান্ড বলতে ভয় পাই। ব্যান্ড অনেক বড় ব্যাপার।
সীমান্তঃ এখন কোনটায় বেশি মনযোগ দিচ্ছেন, গানে না আরজেয়িং-এ?
রেহানঃ আমি মন ও শরীর যোগ দিচ্ছি সৃজনশীলতায় আর ভালো লাগায়। সংগীত বলেন আর কথার খেলা বলেন দুইটাই সৃজনশীলতা।
রিপোর্ট করেছেনঃ গোলাম মোর্শেদ সীমান্ত