Saturday, August 2, 2025
32 C
Dhaka

মৃত্যুর পর সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেলেন শ্রীদেবী

ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে শুক্রবার। এতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (মরণোত্তর) পেলেন তিনি। শুক্রবার দুপুরে নয়াদিল্লীতে এক অনুষ্ঠানে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, গত বছর মুক্তি পাওয়া ‘মম’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান শ্রীদেবী, যিনি গত ফেব্রুয়ারি দুবাইয়ে মারা যান। বর্ণিল চলচ্চিত্র জীবনে অসংখ্য পুরস্কার পেলেও জাতীয় পুরস্কার এবারই প্রথম পেলেন শ্রীদেবী, তবে সেটাও দেখে যেতে পারলেন না।

শ্রীদেবীর মতো মরণোত্তর পুরস্কার পাচ্ছেন আরেকজন, বিনোদ খান্না। গত বছর মৃত্যুবরণকারী এ অভিনেতাকে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বাঙালি অভিনেতা রিদ্ধি সেন। ‘নগর কীর্তন’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পান তিনি।

অন্য পুরস্কারগুলোর মধ্যে সেরা ছবির পুরস্কার পেয়েছে আসামের ছবি ‘ভিলেজ রকস্টার’। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘ভয়ানকম’ নির্মাতা জয়রাজ। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন যথাক্রমে ফরহাদ ফজিল (থন্ডিমুথালাম দৃকসাকশিয়াম) ও দিব্যা দত্ত (ইরাদা)। সেরা শিশু শিল্পীর পুরস্কার উঠেছে ‘ভিলেজ রকস্টার’ ছবির ভানিতা দাসের হাতে।

এছাড়া সেরা জনপ্রিয় ছবির পুরস্কার পেয়েছে ‘বাহুবলি: দ্য কনক্লুশন’। সেরা কোরিওগ্রাফির জন্য পুরস্কৃত হয়েছে ‘টয়লেট এক প্রেম কথা ছবির ‘গোরি তু লটঠ মার’ গানটি। ‘মম’ ছবির আবহ সুরের জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন এ আর রহমান।

আগামী ৩ মে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এবারের বিজয়ী বা তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেবেন ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

গোলাপের কাপে সুগন্ধি স্বাস্থ্যের ছোঁয়া

বদরুল ইসলাম (বরগুনা) গোলাপের পাঁপড়িতে ভাসে সুস্থ জীবনের সম্ভাবনা। প্রাকৃতিক সৌন্দর্য...

ঘাড়ব্যথায় অবহেলা নয়, সতর্কতাই প্রতিরোধের পথ

আধুনিক জীবনযাপনে ঘাড়ব্যথা একটি সাধারণ কিন্তু উপেক্ষিত সমস্যা হয়ে...

শিশুদের টাইপ ১ ডায়াবেটিস: অবহেলার সুযোগ নেই, সচেতনতাই রক্ষাকবচ

বর্তমানে বাংলাদেশে শিশুদের টাইপ ১ ডায়াবেটিস একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য...

মাইলস্টোন দুর্ঘটনা: আহতদের সহায়তায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়...

ভারত-ইংল্যান্ড ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করায় ল্যাঙ্কাশায়ারের দুঃখপ্রকাশ

ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের শেষ দিনে পাকিস্তানের জার্সি পরে...

ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে আমিরাত, অংশ নিচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান

এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে একটি...

শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতিতেই হবে বিশ্বকাপে সাফল্যের চাবিকাঠি: শান্ত

বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্ত ভাঙতে হলে কেবল প্রত্যাশা নয়,...

ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ক্রিস ওকস

ভারতের বিপক্ষে চলমান ওভাল টেস্টে ফিল্ডিং করতে গিয়ে বাঁ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img