ইরানের উটপাখীর খামারে কর্মচারী হিসেবে কাজ করে ‘করিম’। হঠাৎই একটি উটপাখি তার গাফিলতির কারণে পালিয়ে যায়।সেও পাগলের মতো হন্নে হয়ে মটরসাইকেল নিয়ে পথে ঘাটে উটপাখী খুজতে থাকে তার চাকরী বাচানোর জন্য। কিন্তু উটপাখি আর ধরা দেয় নাহ। অন্যদিকে তার বধির মেয়ে কানের ‘হিয়ারিং পড’ খেলতে গিয়ে নষ্ট করে ফেলে দূর্ঘটনাবশত।কিনতে হবে হিয়ারিং পড কিন্তু এতো টাকা কোথায় পাবে?সামনের আবার তার মেয়ের খুবই পরীক্ষা রয়েছে কিন্তু এদিকে তার চাকরীর যায় যায় অবস্থা।অবশেষে তার দোদুল্যমান চাকরী চলেই যায় এবং করিম নতুন চাকরীর সন্ধানে ইরানের রাজধানী কাবুলের পথে বেরিয়ে পড়ে তার সাধের ‘মটরসাইকেল’ নিয়ে।সে কি পারবে নতুন কোনো চাকরী জোগার করে তার পরিবারের চাহিদা পূরণ করতে নাকি তাদের সবার জীবনে নেমে আসবে দু:খ-কষ্ট?
মাজিদ মাজিদি’র পরিচালনা নিয়ে নতুন করে কিছুই বলার নেই।তার ‘Children Of Heaven’ যারা দেখেছেন তারা জানেন তার গল্প বলা ও উপস্থাপনের ভঙ্গি কেমন।এখানেও তার ব্যতিক্রম হয়নি। সিনেমার গল্প খুবই সাধারণ, কিন্তু উপস্থাপন অসাধারণের চেয়েও বেশী।এধরণের গল্পগুলো অনেকটাই একঘেয়েমী কিংবা বোরিং হয়।কিন্তু আপনি এক সেকেন্ডও বোর হবেন নাহ।প্রত্যেকটা মোমেন্ট আপনি মজা,আগ্রহ ও উদ্দীপনা নিয়ে দেখবেন যদি ধৈয্য ধরে প্রথমে শুরু করতে পারেন। কারো অভিনয়েই আমিই এক্সপ্রেশনলেস কিংবা অভার-একিং খুজে পায়নি।এমনকি তিন বাচ্চার অভিনয়েও নাহ।একদম ন্যাচারালের চেয়েও বেশী ন্যাচারাল।
নাম:The Song Of Sparrows
পরিচালক:মাজিদ মাজিদি
অভিনয়ে:মোহাম্মদ আমির নাজি,মারিয়াম আকবারি,কামরান দেহঘান,হামিদ আঘাজী সহ আরো অনেকে।
মুভির দৈর্ঘ্য:১ ঘন্টা ৩৬ মিনিট
১.ডিরেক্ট লিংক(720 পিক্সেল,৭০০ মেগাবাইট)= moviescounter.com/2008-movies/the-song-of-sparrows-2008-movie-free-download-720p-blurayসাবটাইটেল:১.বাংলা=https://subscene.com/subtitles/the-song-of-sparrows-avaze-gonjeshk-ha/bengali/1038798২.ইংরেজী=https://subscene.com/subtitles/the-song-of-sparrows-avaze-gonjeshk-ha/english/301727