সাকিব ফাহাদ একজন বিজ্ঞাপন নির্মাতা, কিন্তু এবার কোন বিজ্ঞাপন নির্মাণ করলেন নাহ। ক্লোজ আপ কাছে আসার অসমাপ্ত গল্পে নির্মাণ করেছেন “ছন্দ ছাড়া গান” নাটকটি। সামিউর রশিদের নির্বাচিত গল্পে নির্মাণ করেছেন নাটকটি৷ নাটকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর এবং প্রীতম হাসান। উওরা,বনশ্রী সহ ঢাকার বিভিন্ন জায়গায় হয়েছে নাটকের শুটিং। নাটকটি ১৪ ই ফেব্রুয়ারি একসঙ্গে ১২টি চ্যানেলে দেখানো হয়েছে। ক্লোজ আপের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিছুদিনের মধ্যেই রিলিজ করা হবে নাটকটি৷ নাটকটি নিয়ে কথোপকথনের হয় তার সাথে………
সীমান্ত: গল্পটার মাধ্যমে দর্শক কি বার্তা পাবে বলে আপনি মনে করেন?
সাকিব ফাহাদ: আমরা দর্শকদের বলতে চেয়েছি যে প্রেম সবর্দা সবকিছুর উপর জয় করা উচিত। প্রেম প্রকাশ করতে ভয় পাবেন নাহ৷
সীমান্ত: জুটি হিসেবে সাবিলা নূর আর প্রীতম হাসানকে কেন বেছে নিলেন?
সাকিব ফাহাদ: প্রীতম এবং সাবিলা দুই জনই খুব সাধারণ এবং নিবেদিত। প্রথম ফিকশনে আমার জন্য সুবিধাজনক স্থানটা অনেক দরকার ছিলো।
সীামন্ত: নাটক নির্মাণ করার ইচ্ছে জাগলো কেন?
সাকিব ফাহাদ: বিজ্ঞাপন বানানো হয় সবসময়। কিন্তু সেখানে স্থিতিকাল কাল থাকে ৪০ সেকেন্ড কিংবা তার থেকে একটু বেশি বা কম। ইচ্ছে হলো ২৫ মিনিটের একটা গল্প বলার চেষ্টা করার।
সীমান্ত: এখন নিয়মিতই কি নাটক নির্মাণ করে যাবেন?
সাকিব ফাহাদ: নিয়মিত নাটক বানানো সম্ভব নয়। কিন্তু বিশেষ দিবসে হয়তো এরকম নাটক বানাতেও পারি৷ দর্শকের কতটা ভালো লাগলো এই নাটক সেটা দেখা যাক।
সাক্ষাতকার: গোলাম মোর্শেদ সীমান্ত