ফটোগ্রাফি কি? কিভাবে ছবি তুলতে হয়? আবার কিভাবে সেই ছবি এডিট করা যায়? এইরকম হাজারো প্রশ্নের উত্তর নিয়ে “ফটোগ্রাফারস ক্লাব” আগামী ৩ জুন ২০১৮ বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি ফটোগ্রাফি ও এডিটিং কর্মশালা এর আয়োজন করতে যাচ্ছে। এই কর্মশালায় উপস্থিত থাকবেন বিশিষ্ট ও জনপ্রিয়
ফটোগ্রাফার ‘আল আমিন আহমেদ জুটন ‘।
দিনব্যপী কর্মশালা দুটির সময় সকাল ১০টা থেকে ১১টা ৩০মিনিট এবং দুপুর ১২টা থেকে ১টা ৩০মিনিট ভাগ করা হয়েছে । দুটি কর্মশালার রেজিস্ট্রেশন পৃথক ভাবে করতে হবে।
আরো বিস্তারিত জানতে “ফটোগ্রাফার’স ক্লাবের” ইভেন্ট পেইজে : https://www.facebook.com/events/174350233228508/?ti=cl