মহিউদ্দীন আহমেদ অমি
বিনোদন ডেস্ক, চ্যানেল আগামী
তরুন নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ ছবির প্রথম ও দ্বিতীয় পোষ্টার প্রকাশের পর বেশ প্রশংসিত হয়েছে। সেই রেশ যেতে না যেতেই আরো একবার চমক দেখালেন সিয়াম-পূজা। প্রকাশ করা হয়েছে ‘পোড়ামন-২’র তৃতীয় অফিশিয়াল পোস্টার।
গত ১৯শে ফেব্রুয়ারি সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে প্রকাশ করা হয় নতুন এই পোস্টার। বলাই বাহুল্য এই পোস্টারটিও ব্যাপক সাড়া জাগাচ্ছে কারণ পোস্টারটিতে আছে নতুন চমক। এতে দেখা যাচ্ছে সবুজ ঘাসেরর উপরে শুয়ে আছে সিয়াম-পূজা। দু’জনের চোখে-মুখে মন খারাপির ছাপ স্পষ্ট। এই প্রশ্নের উত্তর জানা যাবে ছবিটি মুক্তির পর।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও তরুণ নির্মাতা রায়হান রাফির পরিচালনায় নির্মিত হচ্ছে ‘পোড়ামন-২’। এটি মূলত ২০১৪ সালে মুক্তি পাওয়া জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবির সিক্যুয়েল।
আসছে পহেলা বৈশাখে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।