পাকিস্তান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ৯৩ দেশের বিশ্বখ্যাত নির্মাতাদের ২১০টি চলচ্চিত্র। চারদিনের এ উৎসবটি বৃহস্পতিবার করাচিতে শুরু হয়েছে।
পাকিস্তানের শিল্পীদের গণহারে ভারতে নিষিদ্ধ করা হচ্ছে। সম্প্রতি যে প্রক্রিয়ার মধ্যে পড়েছেন আতিফ আসলাম ও রাহাত ফতেহ আলী খানের মতো জনপ্রিয় পাকিস্তানি শিল্পীরা। ঠিক সেই সময় অসাধারণ নজির দেখিয়েছে পাকিস্তান। ভারতের ব্যবসাসফল ছবি ‘বাহুবলী’ও পাকিস্তান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। ছবির নির্মাতা এস.এস. রাজামৌলি টুইটারে এ তথ্য জানিয়েছেন।
রাজামৌলি জানান, ‘বাহুবলী’র কারণে বহু দেশ ঘোরার সুযোগ হয়েছে… তবে তার মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর হল পাকিস্তান। আমন্ত্রণ জানানোর জন্য পাকিস্তান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ।’ সূত্র: আরব নিউজ