একটা ব্যান্ড দল হবে। মৃদু সোডিয়াম লাইট, বৃষ্টিস্নাত সন্ধ্যা কিংবা প্রভাতের রাঙা সময়টাই তাদের গানগুলো মানুষের পাশে থাকবে, মানুষের আলোকসত্তার ফানুসকে উড়াবে, হরেক রকমের গল্প সাজাবে আর সুখ দুঃখগুলো একস্টিকের সুরে উড়িয়ে দিবে। মানুষকে নিয়ে যাবে অন্য ভুবনে। হাজার রাত অন্য ভুবনের সুরের বেলায় মানুষকে ভাসাতে ২০১৬ সালে অক্টোবরের আলোয় স্বপ্নের পথে যাত্রা শুরু করে চারজন। সহজলভ্য গানের সুরে মানুষের সহজ মন আর সত্ত্বাকে জাগিয়ে তুলে মানুষের হৃদয়গহীনে প্রবেশের এক অদ্ভুত ইচ্ছে তাদের। ব্যান্ডের নামটাও তো হওয়া চাই সহজলভ্য। টং এর দোকানে কড়া লিকারের চা হাতে নিয়ে ব্যান্ডের নামও তাই ঠিক হয়ে গেলো ” নোনতা বিস্কুট “।
গিটারে মহান ফাহিম, ভোকালে শেইখ ইশতিয়াক, বেইজ গিটারে নাবিদ সালেহীন নিলয় এবং কাহনে মনিরুজ্জামান মনির। ভিন্ন স্বাদের গান শ্রোতাদের উপহার দিতে সমুদ্রের নোনা জলে নৌকা ভাসিয়ে তারা শুরু করলো পথচলা। শ্রোতাদের হাজার রাত অপেক্ষার প্রহর গুনতে হয় নি। মাত্র সাড়ে তিনমাস বয়সে গত ৩ ফেব্রুয়ারি রাশিয়ান কালচারাল সেন্টারে নিজেদের প্রথম এলবাম ” তোর – ই – শহরে ” মুক্তি পাই। তোর – ই – শহরে, পরাধীন, অপূর্ণতা, তুমি মুখোশ, পৃথিবী সুন্দর, শিল্প আমার, অলস প্রহর ও সহজ মানুষ শীর্ষক আটটি গানের সমন্বয়ে তৈরি এলবামটি রেকর্ড করা হয় ব্যান্ডের নিজস্ব স্টুডিও ” উড স্টেশন ” এ। এলবাম রিলিজের পর পরই শ্রোতামহলে দারুন সাড়া ফেলে এলবামের গানগুলো। ভিন্নধর্মী স্বাদ আর সুরের টানে বারবার তাই শ্রোতারা নিয়ন আলোর হলুদ আভাতে থিতু হচ্ছেন এলবামটির প্রতি। জিপি মিউজিক চার্টও যেন তাই আভাস দিচ্ছে নোনতা বিস্কুটের স্বাদের।
নোনতা বিস্কুট আবেগ, অনূভুতি আর ভালোবাসার সুরে শহর থেকে শহরে আমাদের ভাসিয়ে নিয়ে চলুক। নতুন স্বাদে নতুন সুরে শিল্পকলা কিংবা টিএসসির আড্ডায় একস্টিকে টুংটাং করে ভেজে উঠতে থাকুক, ” কোণ দেশে তে যাই হারিয়ে, তেপান্তরের মাঠ পেরিয়ে, ছোট্ট বাজার হাট পেরিয়ে, সুখের খোঁজে ভুল করে সেই, তোরই শহরে ” কিংবা আমার ছোট নদী, আমার ভাঙ্গা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর।
তানযীল রশীদ