চলচ্চিত্র অভিনেতা শাকিব খানকে ঘিরে আবারও সরব সামাজিক যোগাযোগমাধ্যম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছেলেকে নিয়ে সময় কাটাতে দেখা গেছে ঢালিউডের এই তারকাকে। সঙ্গে ছিলেন অভিনেত্রী শবনম বুবলী, যিনি শাকিবের ছেলে শেহজাদ খান বীরের মা।
সম্প্রতি বুবলী নিজেই ফেসবুকে ছেলেকে নিয়ে পার্কে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন, যেখানে শাকিবও আছেন। জানা গেছে, নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডের এক শান্ত পার্কেই এ সময় কাটান তারা। এ নিয়ে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা—অনেকে ধারণা করছেন, তারা পুরনো মতবিরোধ ভুলে নতুন করে সম্পর্ক গড়ে তুলছেন।
তবে বিষয়টি শুধুই পারিবারিক সময় কাটানো নাকি অন্য কিছু—তা নিয়ে বিভক্ত মত প্রকাশ করছেন অনুরাগীরা।
এই প্রসঙ্গে সম্প্রতি নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
একটি সামাজিক মাধ্যম পোস্টে জয় লিখেছেন, “শাকিব খানের দুই স্ত্রী, দুই সন্তান। তিনি সবার প্রতি দায়িত্ব পালন করছেন। কিন্তু এমন এক জটিল অবস্থায় আছেন, যেখানে দায়িত্ব পালন করেও কাউকেই সন্তুষ্ট রাখা যাচ্ছে না। অধিকাংশ মানুষ যেখানে একজন স্ত্রীকেই খুশি রাখতে পারে না, সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা প্রায় অসম্ভব।”
জয় আরও বলেন, “তিনি যত বড় স্টার, ততটা মেধাবী নন। আবার আমি যত মেধাবী, ততটা বড় স্টার না।”
তবে শাকিবের ভক্তদের অনেকেই মনে করেন, সন্তানদের মুখের দিকে তাকিয়ে অভিনেতা সাবেক দুই স্ত্রীর সঙ্গেই সৌজন্যমূলক সম্পর্ক বজায় রেখে চলছেন। বাবা হিসেবে সন্তানদের প্রতি তার স্নেহ ও দায়িত্ববোধ প্রশ্নাতীত।
প্রসঙ্গত, শাকিব খানের সঙ্গে প্রথম স্ত্রী অপু বিশ্বাসের একটি ছেলে রয়েছে—জয়ের নাম আব্রাম খান জয়। অন্যদিকে বুবলীর সঙ্গে ছেলে শেহজাদ খান বীরের জন্মের বিষয়টি দীর্ঘ সময় গোপন রাখার পর তারা প্রকাশ্যে আনেন।