হৃদয় মাহমুদ
২৩ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিএফডিসির ক্যান্টিন চত্বরে এক জমকালো আয়োজনের মাধ্যমে ‘বসন্ত বিকেল’ ছবির মহরত অনুষ্ঠিত হয়।
ছবির পরিচালক তরুণ চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার।’বসন্ত বিকেল’ সিনেমায় অভিনয় করছেন শিপন মিত্র,তানভির তনু ও আলোচিত মডেল হুমায়রা সুবহা।
ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন।
পরিচালক রফিক সিকদার বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে সিনেমার দৃশ্যধারণের কাজ।
মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু।
গত ১৭ নভেম্বর সিনেমার শিল্পীদের ফাস্ট লুক প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই পোষ্টারের ডিজাইন করেছেন অর্নিল হাসান রাব্বি।