হাসান আল সাকিব,বিশেষ প্রতিবেদক
চ্যানেল আই সেরাকন্ঠ ২০১৭ এর তারকা শ্রাবনী সায়ন্তনী’র বৈশাখ উপলক্ষে আসছে নতুন ভিডিও গান এলো রে বৈশাখ..। সকল শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু সহ সকল স্তরের স্রোতাদের গানটি শোনার জন্য অনুরোধ করেছেন শ্রাবনী সায়ন্তনী। রংপুরের জনপ্রিয় গায়ক বাবু’র কথায় এবং রিদয় জে জে’র সুর এবং সংগীতায়োজনে গানটির মিউজিক ভিডিও টি পরিচালনা করেছেন ইস্তিয়াক আহমেদ আদি। শ্রাবনী প্রতিবেদক কে বলেন, আশা করি সবার মনে একটা বিশাল ভাল লাগার অবস্থান করে নিতে পারব এই গানটি দিয়ে।