Monday, April 28, 2025
24 C
Dhaka

চালবাজ সিনেমা নিয়ে সিনেমা হলের কর্তৃপক্ষের চালবাজিতে বিরক্ত দর্শক

বাংলাদেশে সাফটা চুক্তির মাধ্যমে মুক্তি পেয়েছে কলকাতার চলচ্চিত্র ‘চালবাজ’। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শুভশ্রী। ছবিটি গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ১০৫টি হলে। এর আগে ২০ এপ্রিল শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছিল কলকাতায় ৯১টি হলে।

দেশের সিনেমা হলে সাধারণ তো চারটি শো চালানো হয়। সকাল ১১টা থেকে একটি, ২টা থেকে আরেকটি, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় শো দেখানো হয়।

গতকাল সকাল ১১টার শো এর আগে ঢাকার সিনেমা হলগুলোতে টিকেট কাউন্টার খোলা ছিল এবং দর্শক নিজের হাতে টিকেট কেটে ছবিটি দেখেছেন। কিন্তু বেলা ২টার শোর আগে সিনেমা হলে টিকেট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। ব্ল্যাকে শুরু হয় টিকেট বিক্রি। এমন খবর জানিয়েছেন ‘জোনাকি’ সিনেমা হলের স্টাফ মোহাম্মদ শাহাবুদ্দিন।

‘জোনাকি’ সিনেমা হলের সামনে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। ভেতরে গিয়ে দেখা যায় টিকেট কাউন্টার বন্ধ।

মোহাম্মদ শাহাবুদ্দিন ২০০ টাকা করে বিক্রি করেছেন ডিসির টিকেট। কাউন্টারে লেখা ছিল ডিসির টিকিট ৯০ টাকা। এ বিষয়ে শাহাবুদ্দিন বলেন, ‘সকাল ১১টার শো শেষ হওয়ার পর আমরা বুঝতে পেয়েছি ছবিটি দর্শক দেখবেন। তারপর দুপুর ১টা থেকে দর্শক হলে আসা শুরু হলে আমরা যারা সিনেমা হলের স্টাফ আছি তারা মিলে সব টিকেট কিনে নিই। তারপর ব্ল্যাকে টিকেট বিক্রি করেছি।’

শাহাবুদ্দিন আরো বলেন, ‘ডিসি ৯০ টাকা ছিল, আমরা বিক্রি করেছি ১৫০ টাকায়। আর সন্ধ্যার শোতে বিক্রি করেছি ২০০ টাকা। মনে হয় আগামী কয়েকদিন এভাবেই চলবে।’

এদিকে, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিনেমা দেখতে আসা দর্শক সামসুল আলম। আলম বলেন, “আমরা ভালো সিনেমা দেখতে চাই। কিন্তু দেখার মতো সিনেমা এখন আর তেমন নির্মাণ করা হয় না। ‘চালবাজ’ কেমন হবে জানি না, কিন্তু মনে হয়েছে ভালো একটা ছবি। সে হিসেবে আমার মতো অনেক দর্শকই সিনেমা হলে এসেছে। কিন্তু ৯০ টাকার টিকেট ২০০ টাকায় কিনতে খারাপ লাগছে। এটা অন্যায়। সিনেমা হলের কর্তৃপক্ষের চালবাজি নিয়ে আমার খুব বিরক্ত।”

সামসুল আলমের মতো সমস্বরে তখন অনেক সাধারণ দর্শক প্রতিবাদ করতে থাকেন। টিকেট প্রায় শেষ শুনে পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

শুধু রাজধানীর পল্টনের ‘জোনাকি’ সিনেমা হলে নয়, ঢাকার অন্য হলগুলোতেও একই চিত্র দেখা যায়। মতিঝিলের মধুমিতা সিনেমা হলে গেটের পাশের স্থানে একাধিক লোক ব্ল্যাকে টিকেট বিক্রি করেছেন। কাউন্টার বন্ধ ছিল। ১৫০ টাকার টিকিটি বিক্রি হয়েছিল ৩০০ টাকায়।

মধুমিতা হলের টিকিট চেকার মোহাম্মদ কালাম বলেন, ‘অনেক দিন পর এভাবে টিকিট ব্ল্যাকে বিক্রি করার সুযোগ পেলাম। গত বছর দুই ঈদের পর আর টিকিট ব্ল্যাক করার সুযোগ পাইনি। এই ছবির জন্য পারলাম।’

এটা তো অপরাধমূলক কাজ। কেন এমন করা হচ্ছে জানতে চাইলে মোহাম্মদ কালাম বলেন, ‘আমরা প্রায় ৩২ জন স্টাফ আছি এই সিনেমা হলে। সারা বছর বেতন পাই না বললেই চলে। তার পরও চাকরি করি দুই ঈদে টিকিট ব্ল্যাক করার আশায়। দুই ঈদের টাকায় আমরা সারা বছর সংসার চালাই। এখন শাকিব খানের ছবি মুক্তি পাওয়ার পর এত দর্শক দেখে একটা সুযোগ নিলাম।’

চলতি বছরে আর কোনো সিনেমায় এ ধরনের কাজ করেছেন কি না, জানতে চাইলে কালাম বলেন, “‘আমি নেতা হবো’ সিনেমা হলে মুক্তি পাওয়ার পর প্রথম দিন একশোতে ব্ল্যাক করতে পেরেছিলাম। এ ছাড়া যে ছবিগুলো মুক্তি পেয়েছিল সেখানে দর্শকই তো তেমন আসেনি।’

ব্ল্যাক টিকেট প্রসঙ্গে মিরপুরের সনি সিনেমা হলের ম্যানেজার আব্দুস সামাদ বলেন, ‘ব্ল্যাক মানেই ছবি হিট। আমরাই নতুন ছবি ব্ল্যাক করেছি তা নয়, বহু আগে থেকেই ব্ল্যাক টিকেট সবাই বিক্রি করত। এভাবে কিছুদিন চলতে থাকলে আমরা কিছু আয় করতে পারব।’

দীর্ঘদিন ধরেই সাফটা চুক্তির মাধ্যমে কলকাতার ছবি বাংলাদেশে মুক্তি পাচ্ছে, কিন্তু কোনো ছবি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি। তবে ‘চালবাজ’ মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই সিনেমা হল মালিকদের বুকিং শুরু হয়ে যায়। জানা যায়, ছবিটি সর্বোচ্চ টাকা দিয়ে সিনেমা হল মালিকরা নিয়ে গেছেন, যা চলতি বছরে বাংলাদেশের কোনো ছবি পায়নি। সিনেমাটি দর্শক প্রিয়তা পাওয়ায় তাঁরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বাংলাদেশের প্রযোজক গোলাম কিবরিয়া লিপু তাঁর এন ইউ ট্রেডার্সের মাধ্যমে ছবিটি বাংলাদেশে আমদানি করেছেন।

জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থী। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এস কে মুভিজ।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...

বিয়ের কাজ সারলেন তালাত মাহমুদ রাফি

বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ)...

যুদ্ধ বন্ধে পুতিনের সাথে কথা বলবে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামীকাল মঙ্গলবার রুশ...

সিআইডি প্রধান হলেন গাজী জসীম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন...

দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন...

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img