শিবলুল হক শোভন
উত্তেজনায় নখ কামড়ানো, চুল টেনে ছিড়ে ফেলার মতো একটি সিনেমা।তামিল চলচ্চিত্র জগতের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ মনে হয়েছে। সবচেয়ে দূর্দান্ত, রোমাঞ্চক, আকর্ষক ও শিল্পমানসম্মত একটি সিনেমা।
তামিল চলচ্চিত্রগুলোর প্রধান সমস্যা ও একই সাথে সুন্দর ব্যাপার হলো তারা শিল্পের সাথে বানিজ্যিক উপাদানের সুন্দর সংমিশ্রণ ঘটান। কিন্তু এই সিনেমাটি পুরোদস্তর শিল্পঘরানার।
সিনেমাটি মূলত ডকু-ড্রামা ক্রাইম ফিকশন। সত্য ঘটনা নির্ভর করে লেখা একটি উপন্যাসের ওপর সিনেমাটি নির্মিত। সিনেমাটির আভ্যন্তরীণ দৃশ্য বেশী থাকায় সেট সজ্জার কাজ হয়েছে বেশি কিন্তু প্রতিটি কাজই হয়েছে অনেক ভালো।
অভিনয় হয়েছে চূড়ান্ত রকমের সুন্দর। প্রত্যেকটি চরিত্র এমনকি ছোটোখাটো চরিতগুলোতেও খুত ধরার কোনো উপায় নেই অভিনয়ের। সংগীতের কাজ উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে।