“স্মৃতির আল্পনা আঁকি” শিরোনামে একক পরিবেশনা নিয়ে এবার ঈদুল আজহায় ড মাহফুজুর রহমান আসছেন এবার। ঈদুল আজহায় তাঁর গান নিয়ে সর্বশেষ অনুষ্ঠিত হয় “হৃদয় ছুঁয়ে যায়”। তারপর “প্রিয়ারে” শিরোনামের একটি একক পরিবেশনা হয় ঈদুল ফিতরে।এবার তিনি আসছেন নতুন পরিবেশনা নিয়ে।
“স্মৃতির আল্পনা আঁকি” তে দশটি গান গেয়ে শোনাবেন ড.মাহফুজুর রহমান। তোমাকে দেখে মন ভালো হয়ে যায়, এ জীবনের অর্থ কী, চার দেয়ালের মাঝখানে আজ, তোমার এ হৃদয় জুড়ে, এক ফোঁটা রোদ্দুর, সুখ পাখি, আমার চারিপাশে ঘিরে ছিল, হাত বাড়াও আমি আছি, বেঁচে থাকা বড় কঠিন ও কেমন করে উজাড় করে শিরোনামে দশটি গান থাকছে তাঁর একক পরিবেশনায়।
শহীদুল্লাহ ফরায়জী, মোহাম্মদ ইকবাল হোসেন, সাগর চৌধুরী, মান্নান মোহাম্মদ ও শেখ রেজা শানুর লেখা গানের কথায় এবং মান্নান মোহাম্মদের সুর ও সংগীত পরিচালনায় এবার আসছে ড.মাহফুজুর রহমানের “স্মৃতির আল্পনা আঁকি”।