দেশি বিদেশী ব্যান্ড সঙ্গীত শ্রোতাদের অন্যতম প্রিয় নাম নির্ভানা। পুরো পৃথিবী জুড়ে অগণিত ভক্ত রয়েছে তাদের। বাংলাদেশেও তাদের আদলে গড়ে উঠেছে একটি ব্যান্ড যার নাম “ঔন্ড”। অলটারনেটিভ রক জন্রার তাদের গানগুলো শুনলে অনেকটা বাংলা ভাষার নির্ভানাই বলে মনে হয়। যারা টুকটাক ব্যান্ড সম্পর্কে খোঁজ খবর রাখেন তাদের কাছে ঔন্ডের নাম অতি পরিচিত।
বছর তিনেক আগে অর্থাৎ ২০১৪ সালে প্রকাশ পায় ঔন্ডের প্রথম এলবাম “1” (ওয়ান)। অনেকগুলো গান ব্যাপক সারা ফেলেছিল এবং এরপর থেকে বিভিন্ন শো দাপিয়ে বেড়াচ্ছে । প্রথম এলবামের পর এবার আসছে দ্বিতীয় এলবাম । আগামী ১৮ আগস্ট রাশিয়ান কালচারাল সেন্টারে আড়ম্বরের সাথে প্রকাশ পাবে দ্বিতীয় এলবাম “ঔন্ড টু” (Owned2) ।
এলবাম প্রকাশ পাবে অনলাইন ভিত্তিক মিউজিক অ্যাপ “গান” (Gaan) এ। শুরুতেই সিডি আকারে মুক্তি দেওয়ার কথা এখনই ভাবা হচ্ছে না। তবে পরবর্তীতে কিছু সংখ্যক সিডি বের করা হবে।এই এলবামে মোট দশটি গান রয়েছে। গানগুলো হচ্ছেঃ চারকোণা সত্য, (অ)সভ্য সমাজ, , বন্দী, ওহম, গর্ভ, নতুন, বিভ্রান্ত, আসক্তি, দূর-অনিষ্ট, আমর্শ। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে গর্ভ গানটির লিরিক ভিডিও।
‘ঔন্ড টু’ রিলিজ উপলক্ষে শ্রোতাদের মাঝে চলছে অনেক জল্পনাকল্পনা। এলবাম লঞ্জিং অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের জন্য থাকছে নানান আয়োজন। ঔন্ড তাদের নতুন এলবামের গান সহ পুরোনো কয়েকটি গান গেয়ে শোনাবে। গেস্ট ব্যান্ড হিসেবে থাকছে- দ্যি ম্যানেজার ও কনক্লুশন। এছাড়া অন্যান্য গেস্ট মিউজিসিয়ান তো থাকছেই।
তিনটি পয়েন্টে এলবাম লঞ্জিং অনুষ্ঠানের টিকেট পাওয়া যাচ্ছে – হাক্কা ঢাকা(উত্তরা), ইউএই মৈত্রী কমপ্লেক্স(বনানী) ও হেভি মেটাল টিশার্ট(মাহবুব প্লাজা, ইন্দিরা রোড)