৫৬ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় অস্ট্রেলীয় অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন
জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন ৫৬ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে বুধবার (স্থানীয় সময়) তাঁর মৃত্যু ঘটে। এই খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী কেলি পানিয়াগুয়া।
এক বিবৃতিতে কেলি বলেন,
“জুলিয়ান জীবনকে ভালোবাসতেন। পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি তাঁর হৃদয়ে ছিল গভীর ভালোবাসা। তিনি সর্বদা আনন্দ ছড়াতে চেয়েছিলেন। আমাদের অনুরোধ, এই দুঃসময়ে আমাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানো হোক।”
জুলিয়ানের খ্যাতি আসে জনপ্রিয় টিভি সিরিজ ‘চার্মড’ থেকে, যেখানে তিনি কোল টার্নার চরিত্রে অভিনয় করেন। তবে আসল খ্যাতি আসে ‘নিপ/টাক’ সিরিজ থেকে, যেখানে প্লাস্টিক সার্জন ডা. ক্রিশ্চিয়ান ট্রয়য়ের ভূমিকায় তিনি ছয় মৌসুম ধরে দর্শকপ্রিয়তা অর্জন করেন। এই ধারাবাহিকের জন্য তিনি গোল্ডেন গ্লোব মনোনয়ন পান।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সফল ছিলেন জুলিয়ান। ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিরিজে ভিক্টর ভন ডুম বা ডক্টর ডুম চরিত্রে তাঁর অভিনয় স্মরণীয় হয়ে রয়েছে। এছাড়া ‘প্রমিজড ল্যান্ড’, ‘রেড’ ও ‘অ্যান্ড্রুজ ক্লকওয়ার্ক অরেঞ্জ’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে।
অভিনয় ছাড়াও মডেল ও প্রযোজক হিসেবে কাজ করেছেন জুলিয়ান ম্যাকমাহন। তিনি অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্যার উইলিয়াম ম্যাকমাহনের ছেলে। ব্যক্তিগত জীবনে তাঁর সাবেক স্ত্রী হলিউড অভিনেত্রী ব্রুক বার্ক।
জুলিয়ানের আকস্মিক মৃত্যুর খবরে ভক্ত, সহকর্মী ও পরিবার গভীর শোকে মোড়া। তাঁর মৃত্যু বিনোদন জগতের জন্য বড় ক্ষতি হিসেবে ধরা হচ্ছে।