তরুণ নাট্য নির্মাতা আর বি প্রীতম। অসাধারণ গল্পের নাটক নির্মাণ করে থাকেন এই নির্মাতা। এছাড়া প্রতিনিয়তই নির্মাণ করছেন বিজ্ঞাপনচিত্র। আমি ভিলেন হতে চাই, টোনাটুনির গল্প, সম্পর্ক, ডেঞ্জার ম্যান এই নাটকগুলো তারই নির্মাণ। ২০১৭ সালে ক্লোজ আপ কাছে আসার গল্প প্রজেক্টে ‘কেউ জানে নাহ’ নাটকটি নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন দর্শক মহলে। ২১শে ফেব্রুয়ারি প্রকাশ পাচ্ছে তার পরিচালনায় ‘ফেয়ার’ শর্ট ফিল্মটি। শর্ট ফিল্মটিতে অভিনয় করেছে শাফা কবির, বায়েজিদ, মালা ভট্টাচার্য সহ আরো অনেকে।
নির্মাতা আর বি প্রীতম জানান, এই শর্ট ফিল্মটির মাধ্যমে আমি জানাতে চেয়েছি একটা মানুষ সুন্দর করে কথা বলতে নাই পারে, একজন মানুষের মুখের কথাই সবকিছু নয়। আসল ব্যাপারটা হলো কি দিয়ে সে মনের ভাব প্রকাশ করে। আমি একজন ফিল্ম মেকার, আমি মুখে কি বললাম তাতে কি আসে যায় যদি আমার নির্মাণের ভাষা ঠিক থাকে।
গোলাম মোর্শেদ সীমান্ত