নবাগত আন্ডারগ্রাউন্ড থ্র্যাশ মেটাল ব্যান্ড স্যাক্রিলেইজ। দেশের আন্ডারগ্রাউন্ড সীনে যারা দাপিয়ে বেড়াচ্ছে। ২০১২ তে যাত্রা শুরু করলেও এখন পর্যন্ত তারা বের করে নি কোনো স্টুডিও এলবাম। তবে শুক্রবার অর্থাৎ গত ১৩ অক্টোবর আগারগাঁও জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে ঘটা করে প্রকাশিত হলো স্যাক্রিলেইজের প্রথম ইপি এলবাম “ভাইসেস অন স্পিড”। একটি ইপি বা এক্সটেন্ডেড প্লে এলবাম সাজানো হয় মাত্র কয়েকটি গান নিয়ে।
ইপি রিলিজ উপলক্ষে সেদিন উপস্থিত ছিলো বেশ কিছু আন্ডারগ্রাউন্ড ব্যান্ড। সার্টার, অ্যাবোমাইনেবল কার্নিভোর, থ্র্যাশ এবং পাওয়ারসার্জ ক্রমন্বয়ে পারফর্ম করে মাতিয়ে রাখে মেটাল ভক্তদের ।
চার সদস্য নিয়ে স্যাক্রিলেইজ চলছে দুর্বার গতিতে। একেক সদস্যের একেকরকম মিউজিক টেস্টের সমন্বয়ে থ্র্যাশ মেটালকে নিয়ে গেছে নতুন আঙ্গিকে। বাংলাদেশের মিউজিক্যাল সিনের জন্য নতুন একটি ধারা বলা যায়। সমাজের বিভিন্ন সমস্যা যেমন জঙ্গীবাদ, মাদক, লোভ ইত্যাদির ওপর ভিত্তি করে স্যাক্রিলেইজের লিরিক্স।
ভাইসেস অন স্পিড ইপি এলবামটি সাজানো হয়েছে মোট চারটি গান দিয়ে। যার সবগুলো গানই ইংরেজি। এ ক্ষেত্রে ব্যান্ডের গিটারিস্ট আরিফ সাদাব খান বলেন, “যদিও বাংলা আমাদের মাতৃভাষা, সিদ্ধান্ত নেওয়া কঠিন হচ্ছিল। কিন্তু একটা পর্যায়ে আমরা ইংরেজিকেই প্রাধান্য দেই কারণ আমরা চেয়েছি বৈশ্বিক বাজারে পৌঁছুতে যাতে বেশিরভাগ মানুষ আমাদের গান বুঝতে পারে। আমরা চাই আমাদের গান পৃথিবীর সর্বত্র পৌঁছে দিতে এবং স্যাক্রিলেইজকে আন্তর্জাতিক পর্যায়ের সফল ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে।“
ইপি এলবামটি প্রকাশ পেলো ইনসিশন রেকর্ডসের ব্যানারে। বর্তমানে সিডি আকারে পাওয়া যাচ্ছে ইনসিশন রেকর্ডসে