স্যরি বলার পরপরই সেলেনা এবং বিবার আবারো পাশাপাশি!হ্যা!ঠিকই শুনছেন!সেরা এই জুটির সম্পর্ক ভাঙার তিনবছর পর এরা নিজেদেরকে আরো একটা সুযোগ দিতে চাচ্ছেন!
অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যায় যে গোমেজ এবং উইকেন্ড নিজেদের সম্পর্কটাকে চুকিয়ে ফেলতে ইচ্ছুক ছিলো এবং এটা অবশ্যই বিবারের কারণে নয়!যাইহোক তার বান্ধবীরা তাকে সতর্ক থাকতে বলেছিলো যেহেতু সে (গোমেজ) একটা সার্জারির ভিতর দিয়ে যাচ্ছিলো!
অনেকেই খেয়াল করে যে সেলেনার কিডনি প্রতিস্থাপন সার্জারির সময় বিবার সেখানে উপস্থিত ছিলেন।তাদের একে অপরের প্রতি একটি দৃঢ় অনুভূতি দেখা যায়!তারা প্রথম একত্রিত হয় হয় অক্টোবরে লস এন্জেলসের নিকটবর্তী স্টুডিও সিটির সেলেনার নিজ বাড়িতে!
The Sun Online থেকে জানা যায় জাস্টিন এবং সেলেনা হাসপাতাল থেকেই টেক্সটিং করছিলো!
জাস্টিন গণমাধ্য থেকে সার্জারির ব্যাপার জানতে পারে,এবং দুঃখিত হয় সরাসরি সেলেনা তাকে না জানানোয়!জানা যায় বিবার এ সময়ে প্রায় প্রতি সপ্তাহে চার্চে যেতো!
বিবার এবং সেলেনার প্রেম জাঁকজমক পূর্ণ ছিল ২০১১ থেকেই!২০১৫ সালে যখন তারা বিচ্ছিন্ন হয় তখনও বিবার মিডিয়া কে জানায় যে সে পুণরায় সেলেনার বিশ্বাস অর্জন করতে চায়!
N

কিছু কিছু ভক্তরা দুঃখ প্রকাশ করে সেলেনা এবং উইকেন্ডের বিচ্ছেদে!তবে বেশির ভাগ ভক্তরাই তাদের জনপ্রিয় দুই পপ সিঙ্গার কে আবার একসাথে পেয়ে খুশি!
সত্যিই এই জুটি অনন্য!ভক্তরা তাদের জন্য জানিয়েছে অসংখ্য শুভকামনা!
তথ্যসূত্র:billboard