তানভীর ইবনে কবির
ধার্মিক ও বেশ গোছানো একটি মেয়ে জান্নাত। ইবাদত, পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়েই যার সময় কাটে। অপরদিকে তানভীর তার পুরো উল্টো একটা চরিত্র। যে কিনা একেবারে অগোছালো আর ক্যারিয়ার নিয়ে উদাসীন।
বলছিলাম ‘জীবন’ এর শুরুর দৃশ্যের কথা। এবার পবিত্র মাহে রমজান উপলক্ষে জনপ্রিয় তরুণ নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করেছেন নাটক ‘জীবন’। নাটকের মূল দুই চরিত্র তানভীর ও জান্নাত চরিত্রে অভিনয় করেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী অপূর্ব ও তিশা।
নাটকের শুরুতে ছিল দুই মূল চরিত্রের জীবনযাপনের দৃশ্য। এরপর হঠাৎ একদিন তানভীর রাস্তায় জান্নাত কে দেখে। প্রথম দেখাতেই জান্নাকে ভাল লেগে যায়। এরপর সাহসী ছেলের মতো বলেও দেন তার ভাল লাগার কথা।
পারিবারিক ভাবেই কথা হয়। তবে নাটকের শেষ আংশে জান্নাত কিছু কথা বলে তানভীর কে। আর সেখান থেকেই নিজেকে বদলে নেই তানভীর। নির্মাতা বান্নাহ’র গল্প, কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমিন ইসলাম, শিপলি সরকার অপু, রকি খান প্রমুখ।
নির্মাতা বান্নাহ চ্যানেল আগামীকে বলেন, “রমজানের পাশাপাশি সুস্থ বিনোদনের কথা মাথায় রেখে নাটকটি নির্মান করা হয়েছে।” নাটকটি সাধারণ হলেও এর মাধ্যমে অসাধারণ ম্যাসেজ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও ব্যাপক সারা ফেলেছে নাটকটি।
নাটকটি প্রযোজক সারওয়ার বাপ্পীর ইউটিউব চ্যানেল ‘SARWAR TUBE’এ গত ১৮ মে মুক্তি পায়।
‘জীবন’ এর লিঙ্কঃ https://youtu.be/rH6LbjdVjbc