মাত্র একটি সিনেমা—‘সাইয়ারা’। এর আগেও পর্দায় ছিলেন অনিত পাড্ডা, কিন্তু কেউ জানতেন না। আর এখন? নামি তারকারাও তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। অনিতের অভিনয়ে মুগ্ধ শুধু দর্শক নয়, বরং বলিউড নির্মাতারাও তাঁর দরজায় কড়া নাড়ছেন একের পর এক। যশরাজ ফিল্মস তিনটি ছবিতে সাইন করিয়ে ফেলেছে। ‘ন্যায়’ নামের একটি ওয়েব সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তিনি।
মাত্র ২২ বছর বয়সী অনিতের সিনেমায় পথচলা শুরু ২০২২ সালে ‘সালাম ভেঙ্কি’র একটি ছোট চরিত্র দিয়ে। এরপর ২০২৩ সালের সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’-এর ‘রুহি’ চরিত্রও খুব বেশি আলোড়ন তুলতে পারেনি। কিন্তু মোহিত সূরীর ‘সাইয়ারা’ বদলে দিয়েছে সবকিছু। আনকোরা জুটিকে নিয়ে নির্মিত এই ছবি কাঁপিয়ে দিয়েছে সিনে বাজার, আর অনিত হয়ে উঠেছেন রাতারাতি তারকা।
‘সাইয়ারা’-র সফলতায় একদিকে যেমন অনিতকে বলা হচ্ছে “নতুন জাতীয় ক্রাশ”, অন্যদিকে উঠে আসছে নানা প্রশ্ন—কে এই অনিত পাড্ডা? কোথা থেকে এলেন তিনি? এর আগের কাজ কী? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই অনিতের পুরনো কাজ ঘেঁটে দেখছেন ভক্তরা, আর তারাই চমকে যাচ্ছেন তার প্রতিভা দেখে।
অনিত নিজেও এত দ্রুত সাফল্য আসবে, ভাবেননি। তাই চোখেমুখে বিস্ময়ের ছাপ রেখে এখন পা ফেলছেন ধীরে, সচেতনভাবে। বলছেন, ব্যতিক্রমী গল্প আর চরিত্রের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে চান দীর্ঘমেয়াদে।