রাশেদুল ইসলাম :
পপ কালচারভিত্তিক প্রতিষ্ঠান ঢাকা কমিক কন’র আয়োজনে বন্দরনগরী চট্টগ্রামে সম্পন্ন হলো দুইদিনব্যাপী চিটাগাং কমিক কন। স্থানীয় স্বনামধন্য ইভেন্ট প্ল্যানার ও ম্যানেজমেন্ট কোম্পানী রেড কার্পেট এবং এনিমপ্রিয় সংগঠন চিটাগাং এনিমে ভক্ত’র সহযোগিতায় চট্টগ্রামে প্রথমবারের মতো এই ইভেন্ট আয়োজিত হয়।
সর্বপ্রথম ঢাকায় ২০১২ সালে ঢাকা কমিক কন নামের এই ভিন্ন ধরণের ইভেন্টের আয়োজন করা হয়। সারাদেশে পপ কালচারকে আরো বেশি সমৃদ্ধ ও জনপ্রিয় করার অংশ হিসেবে রাজধানীর পর বন্দরনগরী চট্টগ্রাম দিয়ে এর যাত্রা শুরু হলো। মূলত এই ইভেন্টের মাধ্যমে নানা বয়সী কমিক্স ও এনিমের চরিত্রগুলোকে খুব কাছাকাছিভাবে জানার সুযোগ করে দেয়া হয়।
নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে টানা দুইদিনব্যাপী অনুষ্ঠিত এই ইভেন্টের অন্যতম আয়োজক আবু ইউসুফ বলেন, “দেশের প্রতিটি জায়গায় পপ কালচারকে আরো বেশি জনপ্রিয় ও এর জোয়ার ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই ঢাকা কমিক কনের যাত্রা শুরু।” বাণিজ্যিক রাজধানীতে এমন আয়োজনে অভূতপূর্ব সাড়া পাওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি আগামী বছরগুলোর ইভেন্টেও কমিক্স ও এনিমেপ্রিয় ভক্তদের সহযোগিত্য কামনা করেন।
এই ইভেন্টের সহযোগী প্রতিষ্ঠান রেড কার্পেট’র চেয়ারম্যান আবু বকর শাহেদ (শান) বলেন, “এই ধরনের ইভেন্টে সহযোগী হিসেবে কাজ করতে পারা রেড কার্পেটের জন্য সত্যিই আনন্দের। চট্টগ্রামের বিনোদনের ক্ষেত্রগুলোকে আরো বেশি সমৃদ্ধ ও গণমুখী করতে ভিন্নধর্মী সব আয়োজন করবে এবং সহযোগিতা থাকবে রেড কার্পেট পরিবার।”
চিটাগাং কমিক কন পাওয়ার্ড বাই দারাজ এবারের আয়োজনে বেভারেজ পার্টনার হিসেবে ছিলো বেলিসমো, পেমেন্ট পার্টনার হিসেবে বিকাশ, টেকনোলজি পার্টনার হিসেবে ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ক্লাউডওয়ান ভূমিকা রাখে।
দুইদিনের এই ইভেন্টে ঢাকার নামীদামী কমিক্স শপের স্টলের পাশাপাশি ছিলো চট্টগ্রামের বারকোড, ক্যাফে বোনাফাইড, আইবেরি ক্যাফে, চা টাইমের মতো সুপরিচিত সব রেস্টুরেন্ট। এছাড়াও ডিজে, কসপ্লে সহ আরো মনোমুগ্ধকর সব পরিবেশনার আয়োজন করা হয়।