শিবলুল হক শোভন
প্রশাসক, সিনেমাদক ফেসবুক গ্রুপ
সত্যজিৎ রায়ের জনপ্রিয় চলচ্চিত্র ‘চারুলতা’র নায়িকা ছিলেন মাধবী মুখোপাধ্যায়। সত্যজিৎ এর চলচ্চিত্রে অভিনয় করাকালীন দুজনই বিবাহিত ছিলেন। সত্যজিৎ এর স্ত্রী ছিলেন বিজয়া রায়, মাধবীর স্বামী ছিলেন অভিনেতা নির্মল কুমার।
তবে সে সময়ের চলচ্চিত্র অঙ্গনের অনেকের মতে, এক সঙ্গে কাজ করার সূত্রে প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন সত্যজিৎ এবং মাধবী। সে সময় এটি শুধু গুঞ্জন হিসেবে চাউর হলেও, ২০০৪ সালে প্রকাশিত সত্যজিৎ এর স্ত্রী বিজয়া রায়ের আত্মজীবনীমূলক বইয়ে এই ঘটনার সত্যতা পাওয়া যায়। সেখানে তিনি লেখেন- একবার দুজনকে হাতেনাতে ধরে ফেলায় সত্যজিৎ তার কাছে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞা করেন, জীবদ্দশায় আর কোনোদিন তিনি মাধবীর সাথে এ ধরণের সম্পর্কে জড়াবেন না। মৃত্যুর আগ পর্যন্ত সত্যজিৎ তার কথা রেখেছেন বলে বিজয়া রায় তার বইয়ে জানান। পরবর্তীতে অবশ্য নির্মল কুমারের সাথেও সংসার টিকেনি মাধবী মুখার্জির।