শিবলুল হক শোভন
প্রশাসক, সিনেমাদক ফেসবুক গ্রুপ
নিঃসঙ্গতা বড় খারাপ জিনিস। মানুষ সঙ্গ চায়। মানুষের কাছাকাছি থাকতে চায়, মানুষের সাথে কথা বলতে চায়। তাই মানুষ তাকেই ভালোবাসে যেখানে সে সঙ্গ পায়। আবার আমাদের সম্পর্কগুলোও কিন্তু শেষমেষ ভেঙ্গে পড়ে, কোনোটা সামনাসামনি কোনোটা ভেতরে ভেতরে। সম্পর্কের ভাঙ্গা গড়া আর নিঃসঙ্গতা নিয়েই সত্যজিতের ‘চারুলতা’।
সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির পরেই এই সিনেমার স্থান হতে পারে। সত্যজিৎ রায়ের ব্যক্তিগতভাবে নিজের সবচেয়ে পছন্দের সিনেমা এটি। রবীন্দ্রনাথের ছোটোগল্প (মূলত নভেলা) ‘নষ্টনীড়’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত। সত্যজিৎ গল্পের আমূল পরিবর্তন করে চিত্রনাট্য লিখেছেন।
দৃশ্যধারণ কৌশলে সত্যজিৎ তার মুন্সিয়ানা দেখিয়েছেন পুরোটুকু। প্রতিটি দৃশ্য এখানে কথা বলে। সংগীতের কাজও হয়েছে দারূন। সত্যজিৎ নিজেই সংগীত পরিচালনা করেছেন। আবহ সংগীত বেশ ভালো ছিলো। পোশাক ও রূপসজ্জায় তিনি রবীন্দ্রনাথের লেখনির আবহ ফূটিয়ে তুলতে দারূনভাবে সফল।
সেট ডিজাইনের কাজ হয়েছে অত্যধিক সুন্দর । আভ্যন্তরীণ কোনো দৃশ্যই কোনো লোকেশনে শ্যুট করা হয়নি। ঘরের ভেতরের প্রতিটি দৃশ্যে জন্যে সবকিছু তৈরী করা হয়েছে কিংবা পূর্ননির্মান করা হয়েছে।