-বিনোদন ডেস্ক
লাখ লাখ তরুণের হৃদয়ে দোলা দিয়েছিল এক অপ্সরীর স্মিত হাসি। যিনি নিজের অভিনয়ের গুণ ও রূপ দিয়ে জুটিয়ে নিয়েছিলেন ‘ড্রিম গার্ল’ তকমাটি। সেই ড্রিম গার্ল হেমা মালিনীর ৫৯ তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে তিনি ভারতে জন্মগ্রহণ করেন। তরুণদের এই স্বপ্নের নারীর বলিউডে অভিষেক হয় ‘স্বপ্ন কা সওদাগর’ (১৯৬৮) এর মাধ্যমে। এরপর একে একে তিনি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন। তার টার্নিং পয়েন্ট হলো ‘শোলে’ সিনেমায় ‘বাসন্তি’ চরিত্র অভিনয়।১৯৭৭ সালে ‘ড্রিম গার্ল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ‘ড্রিম গার্ল’ খেতাবটি জুটে তার কপালে।
রাজেশ খান্না ও ধর্মেন্দ্রর সাথে তিনি গড়ে তোলেন নিজের হিট জুটি। আর পর্দার হিট জুটি কে বাস্তবে রূপান্তরিত করতে গাঁটছড়া বাঁধেন ধর্মেন্দ্রর সাথে। তাঁর হিট ছবিগুলো হলো- ‘শোলে’, ‘বাগবান’,’গঙ্গা’, ‘বিজয়’, ‘বাবু’, ‘সুরাগ’, ‘কুদরত’, ‘ আতঙ্ক’, ‘রাজ তিলক’ ইত্যাদি। বলিউডের এই সফল অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক দুই সন্তানের জননী। তিনি ফিল্মফেয়ার,পদ্মশ্রী, জি সিনে অ্যাওয়ার্ড, স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরষ্কার লাভ করেছেন। তিনি ভারতের রাজ্যসভার একজন নারী সদস্য। তিনি এখন নিজেকে নানান সামাজিক কাজে ব্যস্ত রাখছেন। ২০১৩ সালে এক বিপণন সংস্থার হয়ে ঢাকাতে ঘুরেও গেছেন তিনি। তিনি আরো অনেক বছর কাজ করে যাক এটাই তাঁর ভক্তদের কামনা। শুভ জন্মদিন হেমা মালিনী!
মুসাররাত আবির জাহিন,
চ্যানেল আগামী