শুটিং সেটে গুরুতর আঘাত, হাসপাতালে অভিনেত্রী স্বস্তিকা দত্ত
টালিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার (৪ জুলাই) শুটিং সেটেই তিনি তীব্র যন্ত্রণায় আক্রান্ত হলে দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর আনন্দবাজার অনলাইনের।
পরবর্তীতে এক ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার বিষয়ে জানান স্বস্তিকা। তিনি লেখেন, “সব ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং করছিলাম, হঠাৎ চোখে তীব্র যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে অসহ্য যন্ত্রণা। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
স্বস্তিকা জানান, তাঁর কর্নিয়ায় গুরুতর আঘাত লেগেছে। তিনি লেখেন, “কীভাবে, কখন বা কোথায় এটা ঘটল, আমি জানি না। তবে এখন আমি চোখের চরম ব্যথার সঙ্গে লড়াই করছি। আমার সহ-অভিনেতারা পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। এই ছবিটি আমার কাছে বিশেষ, আর আমি প্রতিজ্ঞা করছি, যাই ঘটুক না কেন, এই ছবিকে আরও বিশেষ করে তুলব।”
তিনি আরও জানান, তাঁর চিকিৎসার বিষয়টি বিবেচনায় রেখে পরিচালক অরিত্র মুখার্জি ও প্রযোজক শুটিংয়ের সময়সূচি পুনর্বিন্যাস করছেন।
উল্লেখ্য, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির গল্প আবর্তিত হয়েছে একটি রহস্যময় হোটেলকে কেন্দ্র করে। ভারতের উত্তরাঞ্চলীয় শহর লাভায় চলছে ছবির শুটিং। এতে স্বস্তিকার পাশাপাশি অভিনয় করছেন মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, সোহম মজুমদার, শ্রুতি দাস ও কাঞ্চন মল্লিক প্রমুখ।