পরিচালক আনন্দ এল রাই বলিউড বাদশাহ শাহরুখ খানের অভিনয় দক্ষতায় সব সময়ই মুগ্ধ ছিলেন। সম্প্রতি তার সেই মুগ্ধতা প্রকাশ করলেন সবার কাছে। শাহরুখের মধ্যে শিশুদের মতো দারুন শক্তি আর উদ্যম আছে বলে মন্তব্য করেছেন পরিচালক আনন্দ। শাহরুখকে নিয়ে সম্প্রতি তিনি ‘জিরো’ ছবির শুটিং শেষ করেছেন। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
শাহরুখে মুগ্ধ পরিচালক আনন্দ বলেন, ‘২৫ বছর ধরে শাহরুখ যেভাবে নিজের সফলতা, খ্যাতি ধরে রেখেছেন এবং অসংখ্য ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তা সত্যিই আমাকে মুগ্ধ করে। শাহরুখের প্রাণশক্তি শিশুদের মতো। অনেক কাজ করলেও তার উদ্দীপনা কখনো শেষ হয় না।’ তিনি আরও বলেন, কীভাবে এমন প্রাণশক্তি ধরে রাখা যায় তা শেখার তিনি চেষ্টা করছেন শাহরুখের কাছ থেকে। পরিচালক আনন্দ শাহরুখকে দারুন বাধ্য অভিনেতা বলেও মন্তব্য করেন।
উল্লেখ্য, শাহরুখ খানকে নিয়ে এবারই প্রথম সিনেমা তৈরি করলেন পরিচালক আনন্দ এল রাই। ‘জিরো’ ছবিতে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা। এই ছবিতে শাহরুখকে দেখা যাবে একজন বামনের চরিত্রে। ‘জিরো’ ছবিটি মুক্তি পাবে এ বছরের ২১ ডিসেম্বর।