শুরুর দিকে শোবিজ অঙ্গন থেকে দূরে থাকলেও, এখন প্রতিনিয়তই ক্যামেরার সামনে দেখা যায় বলিউড কিং খানের মেয়ে সুহানা খানকে। আর বাবার মতো সুহানাকে নিয়েও যেন মিডিয়ার মাতামাতি থামছেই না। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার নিয়ে আবারও আলোচনায় শাহরুখ কন্যা। গত রোববার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ‘হল অব ফেম অ্যাওয়ার্ড ২০১৮’। বলিউড তারকাদের মিলনমেলার ভিড়ে মা গৌরি খানের হাত ধরে অনুষ্ঠানে উপস্থিত হন সুহানা খান। ফটোসেশনে বেশ ভালোই পোজ দেন তারা।
সম্প্রতি গৌরি খান নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে মেয়ে সুহানা ও তার মা সাবিতা, ভাইয়ের মেয়ে আলিয়ার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন। আর ছবিতে সুহানার শর্ট টপ দেখে একে একে ফলোয়ারদের বাজে মন্তব্য আসতেই থাকে। তবে এতে ক্ষিপ্ত হয়ে পাল্টা কোনো জবাব দেননি গৌরি। বর্তমানে স্টারদের সন্তানদের তুলনায় কোনোভাবেই পিছিয়ে নন সুহানা। বরং গ্ল্যামার আর স্টাইলের দিক দিয়ে সবার থেকে যেনো একধাপ এগিয়ে আছে শাহরুখ কন্যা।