বিনোদন ডেস্ক-
রিপোর্ট: সাবা সিদ্দিকা সুপ্ত
প্রায় দুই শতাধিক গানের লিরিসিস্ট এমেনেমের ৪৫ তম শুভ জন্মদিন আজ। ১৯৭২ সালের আজকের এই দিনটিতে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে জন্ম হয় বিখ্যাত র্যাপ সংগীতশিল্পী এমেনেমের। এই পর্যন্ত প্রায় আড়াই শতাধিক র্যাপ সংগীত রচনা করে হাজারো ভক্তের হৃদয় কেড়ে নিয়েছেন অস্কার বিজয়ী এই গুণি শিল্পী।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘র্যাপগড’, ‘স্ট্যান’, ‘স্লিম সেইডি’, ‘লাভ দ্যা ওয়ে ইউ লাই’। ২০০০ সালে তার বিখ্যাত অ্যালবাম ‘বিলবোর্ড’ যা ইউএসএ- তে প্রায় ৪৭.৪ মিলিয়ন ডলারের ইনাম কুড়িয়েছিল এবং এটি বিক্রির সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় ১০ লাখেরও ওপর। ২০১৪ এর জুনের ‘নিলসেন সাইন্ডস্ক্যান এরা’- তে এমিনেম দ্বিতীয় সর্বোচ্চ গানের অ্যালবাম প্রচারণার খেতাব পেয়েছিলেন।
এত প্রাপ্তি আর অর্জনের পর ২০১৫ তে লাখো ভক্তের হৃদয় কাঁপিয়ে তিনি স্বল্পসময়ের জন্য সংগীতের জগৎ থেকে বিদ্যায় নিলেও শ্রোতাদের ভালবাসা তাকে আবার র্যাপ সাধনার জগতে ফিরিয়ে আনে। ১৯৮৮ থেকে তিনি নিজের লিরিক্যাল ব্যান্ড এবং প্রোডাকশনের মাধ্যমে র্যাপিং এর রাজ্যে প্রবেশ করেন এবং ছোট বড় অসংখ্য সম্মাননা এবং পুরষ্কারে ভূষিত হন।
তিনি এই পর্যন্ত সিয়া, রিহানা, স্নুপ ডগ, স্কাইলার গ্রে, লিল ওয়াইন সহ আরো অনেক বিখ্যাত সংগীতশিল্পীদের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের রিশিগ্যানের হিল স্টিলে স্ত্রী এবং তিন সন্তান নিয়ে বাস করছেন।
দর্শকদের হৃদয় থেকে এই স্ট্যান স্রষ্টা স্লিম সেইডি ডবল এম কখনোই মুছে যাবে না। শুভ হোক তোমার জন্মদিন।