আগের দুই কিস্তি ‘রেস’ ও ‘রেস টু’র অভিনেতা সাইফ আলি খানকে হটিয়ে ‘রেস থ্রি’ নিয়ে হাজির হচ্ছেন সুপারস্টার সালমান খান। ছবিটির শেষ দিকের শ্যুটিংয়ে এখন আবুধাবিতে অবস্থান করছেন ভাইজান। এ বছরের আলোচিত ও অন্যতম প্রতীক্ষিত ছবি এটি।
সোমবার (১৯ মার্চ) ‘রেস থ্রি’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। ‘দাবাং’ তারকা টুইট করে তার আকর্ষণীয় লুক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। পোস্টারটিতে গায়ে কালো শার্ট ও গলায় টাই পরে ফরমাল পোশাকে হাজির হয়েছেন তিনি। পোস্টারটির ক্যাপশনে সালমান লিখেছেন, ‘এই সপ্তাহে ‘রেস থ্রি’ পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। ছবিতে আমার নাম সিকান্দার। ‘রেস থ্রি’ আসছে এই ঈদেই’।
রেমো ডি’সুজা পরিচালিত ছবিটিতে সালমানের বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজকে। এতে আরও অভিনয় করছেন অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ, শাকিব সেলিম প্রমুখ। ১৫ জুন ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি পাবে।