গোলাম মোর্শেদ সীমান্ত
১১ জানুয়ারি BiggB Entertainment এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ পায় বান্দরের খাঁচা ওয়েব সিরিয়ালটির প্রথম পর্ব। বান্দরেরে খাঁচা সিরিয়ালটি পরিচালনা করেছেন এস এইচ ওয়াসি। এস এই ওয়াসি দীর্ঘদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ছবিয়ালে। পরিচালক হিসেবে ” বান্দরের খাঁচা ” দিয়েই অভিষেক হয়েছে এস এইচ ওয়াসির।
বান্দরের খাঁচা মূলত হাস্যরসাত্মক একটি সিরিয়াল। মূল গল্পটা ৪টা ব্যাচেলর ছেলের নিত্যদিনের ঘটে যাওয়া ঘটনা কেন্দ্রিক। একটি ব্যাচেলর বাসা ঘিরেই তৈরী হয়েছে এই ওয়েব সিরিয়ালটি। বান্দরের খাঁচা সিরিয়ালটিতে অভিনয় করেছে মুশফিক আর ফারহান,সিয়াম নাসির,তানজিম হাসান অনিক,সিয়াম খান,সাগর হুদা,সামিয়া মাইলি সহ আরো অনেকে।
পরিচালক এস এইচ ওয়াসি জানান, একজন পরিচালক এর কাজ দর্শকদের বিনোদিত করা। পরিচালক হিসেবে চাওয়া এতটুকুই থাকবে যাতে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারি। নিজের একটা ভালো ভালো লাগার জায়গা থেকেই মূলত এই প্রফেশনে আসা। ফিল্ম দেখার অভ্যাস ছিলো প্রচুর। যেখান থেকেই মূলত অনুপ্রেরণা। বান্দরের খাঁচা সিরিয়ালটিতে প্রযোজক হিসেবে আছে আকবর হায়দার মুন্না এবং সকল বিষয়ে প্রতিনিয়ত দিকনির্দেশনা দিচ্ছেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।