সাম্প্রতিক সময়ে সংগীতপ্রেমীদের মন জয় করা গান ‘ময়না’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। গানের ভিডিওতে প্রথমবার মডেল হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। গানটি প্রকাশের মাত্র চার দিনের মাথায় ইউটিউব ট্রেন্ডিংয়ে উঠে এসেছে ৩ নম্বরে। কোনাল বলেন, “এত সুন্দর কথা ও সুরের গান পেয়ে না বলার সুযোগই ছিল না। এখন থেকে বুবলীকে ‘ময়না’ নামেই ডাকব।”
গানটির বিশেষত্ব নিয়ে কোনাল বলেন, “বুবলীর এটি প্রথম মিউজিক ভিডিও, আকাশ সেনের সুরে আমিও প্রথমবার চলচ্চিত্রের বাইরের কোনো গানে আসিফ ইকবালের কথায় কণ্ঠ দিলাম। এমনকি শরাফ আহমেদ জীবন এবং সহশিল্পী নিলয়ের সঙ্গেও এটি আমার প্রথম কাজ।”
ভিডিওর শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে কোনাল বলেন, “আমি নিজে পারফর্ম না করলেও শুটিং সেটে ছিলাম। অংশু ভাইয়ের পরিচালনায় প্রতিটি দৃশ্য ছিল নিখুঁত। তাঁর মতো পারফেকশনিস্ট খুব কম দেখা যায়।”
‘ময়না’র পর কোনাল জানালেন আরও দুটি নতুন গানের ভিডিও প্রকাশের অপেক্ষায় আছে। এছাড়াও এনামুল করিম নির্ঝরের একটি প্রজেক্ট ও নাটকের গানেও কণ্ঠ দিচ্ছেন তিনি। প্লেব্যাক নিয়ে কিছু বলতে না চাইলেও সময় এলে জানাবেন বলেই জানিয়েছেন।
সহকর্মীদের ভালোবাসা পেয়ে আপ্লুত কোনাল বলেন, “অনেক সহশিল্পী গানটি শেয়ার করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। তারা বড় মনের পরিচয় দিয়েছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।