শিবলুল হক শোভন
প্রশাসক,সিনেমাদক ফেসবুকগ্রুপ
‘একজন নারী ও পুরূষের প্রেম যখন চলে যায় তখন সেটি আসলে কোথায় যায়?’ – পাবলো নেরূদা
তখন বোধহয় সেই চলে যাওয়া প্রেম আরেক প্রেমের জন্ম দেওয়ার চেষ্টা করে। মানুষের সম্পর্কগুলো আসলে জটিল নয় মূলত ভঙ্গুর। কিন্তু ভাঙ্গতে ভাঙ্গতে আমরা কোথায় গিয়ে থামি তাইই মূলত দেখানো হয়েছে এই সিনেমায়।
প্রেম, ভালোবাসা ও মানুষের সম্পর্ক নিয়ে আলফোনসো পুথরেনের চমৎকার একটি সিনেমা ‘প্রেমাম’। সিনেমাটির চিত্রনাট্য অতিশয় ভালো। সংগীতের কাজও বেশ সুন্দর। সিনেমাটির কালার কারেকশান চোখে পড়ার মতো তবে কোথাও কোথাও একটু বেশিই কালার পড়ার কারণে কৃত্তিম ভাব চলে এসেছে।
সাই পাল্লাভি ও নিভিন পাওলির অভিনয় খুবই সুন্দর লেগেছে। তবে অন্যান্য দক্ষিণ ভারতীয় সিনেমার চেয়ে এটার অভিনয়ের ধাচ ছিলো অন্যরকম। পরিচালনা হয়েছে সব মিলিয়ে দূর্দান্ত।