ইশতিয়াক আহমেদ
কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ খ্যাত ভোলার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি জায়গার নাম মঙ্গলশিকদার। এটি ভোলার লালমোহনে অবস্থিত। লালমোহন দক্ষিন ভোলার একটি সবুজ প্রাকৃতিক জনপদ যার পূর্বে বিশাল মেঘনা ও পশ্চিমে তেতুলিয়া নদী। এই দুই নদী পাড়ের নৈসর্গিক ও ভয়ংকর সুন্দর জায়গাগুলোই এই এলাকার মূল আকর্ষণ। তাছাড়া মেঘনার মাঝখানে গড়ে ওঠা দ্বীপ ( চর ) গুলো অসাধারণ সুন্দর যা অবলীলায় সবার নজর কাড়ে। তাইতো এখানে প্রায় সারা বছরই পর্যটক ও স্থানীয় মানুষদের ভীড় থাকে। বিশেষ করে বিভিন্ন উৎসবে ব্যাপক মানুষের সমাগম হয় এখানে। উপচে পড়া মানুষের ঢল দেখা যায় তখন নদীর বুকে। নয়নাভিরাম এ সৌন্দর্য অবলোকনের জন্য তাই প্রথম আসতে হবে লালমোহন। ঢাকা থেকে প্রতিদিন সন্ধ্যা ৬ টায় লালমোহন এর লঞ্চ ছাড়ে।লালমোহনগামী লঞ্চে উঠলে পরেরদিন সকাল ৫/৬টার ভিতরে পৌঁছানো যায়। লঞ্চের সিঙ্গেল কেবিনের ভাড়া-৮০০ আর ডাবল কেবিন-১৬০০। তারপর লালমোহন নেমে মোটরসাইকেল যোগে সরাসরি মঙ্গলশিকদার পৌঁছানো যায়।মোটরসাইকেলে ভাড়া জনপ্রতি ৫০ টাকা করে নেওয়া হয়। পর্যটকদের সুবিধার্থে লালমোহনে থাকার জন্য বিভিন্ন হোটেল এবং ডাকবাংলো ও রয়েছে। লালমোহন থেকে বিকাল ৪ টায় আবার লঞ্চ ছাড়া হয়। কেউ সাথে সাথে ফিরতে চাইলে ৪ টার লঞ্চে ফেরত যেতে পারে। চিরাচরিত বাংলার ঐতিহ্যগুলো অনেক আগে থেকেই লালন করে আসছে এই এলাকার মানুষজন। “মাছে ভাতে বাঙালী” প্রবাদের অনেকটা যথার্থতা এইখানে দেখতে পাওয়া যায়। আর আধুনিক নাগরিক সব সুযোগ সুবিধা তো থাকছেই। সরকারের দৃষ্টি পড়লে বাংলাদেশের অনেক পর্যটন এরিয়ার চেয়ে এই এরিয়াকে আরো সুন্দর করে গড়ে তোলার পদক্ষেপ বাস্তবায়ন করা সম্ভব।