Thursday, August 14, 2025
26.3 C
Dhaka

ভালো কাজের প্রস্তাব হলে ফিরিয়ে দিই না

মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিনোদন জগতে সক্রিয় রয়েছেন। ১৯৮৯ সালে মডেলিং দিয়ে শুরু তার ক্যারিয়ার। ১৯৯৫ সালের ৩ জুলাই প্রচারিত ‘অভিমানে অনুভবে’ নাটকে অভিনয় করেই অভিনয় জগতে পদার্পণ করেন তিনি। যদিও নাচ ও মডেলিংয়ে নিয়মিত দেখা গেলেও অভিনয়ে সাদিয়া বেছে বেছে কাজ করায় বেশি পরিমাণে না। তবে বর্তমানে অভিনয়েও নিয়মিত হয়েছেন। সম্প্রতি তিনি ‘গহীন অতল’ নামে একটি ওয়েবফিল্মে কাজ করেছেন, যা তার দ্বিতীয় ওয়েবফিল্ম। তাঁর অভিনয় জীবন, নৃত্য ও মডেলিংসহ নানা বিষয়ে যুগান্তরের সঙ্গে আলাপকালে তিনি জানান অনেক গুরুত্বপূর্ণ তথ্য।

সাম্প্রতিক ওয়েবফিল্মে কাজ করার কারণ সম্পর্কে সাদিয়া বলেন, “ফিল্মটির গল্প খুব সুন্দর ছিল। ভালো গল্প ও চরিত্রের জন্য আমি এই কাজটি গ্রহণ করেছি। পরিচালকের কাছ থেকে প্রস্তাব পেয়ে গল্পটি পড়ে ভালো লেগে গেছে। এছাড়া কাজী আনোয়ার হোসেনের উপন্যাস থেকে নেয়া গল্পটি আমার কাছে বেশ আকর্ষণীয় ছিল। দীর্ঘদিন পর ভালো একটি কাজ করেছি।”

গল্প এবং চরিত্র নিয়ে তিনি বলেন, “গল্পটি মূলত পারিবারিক। আধুনিক সমাজের বাস্তবতায় মানসিক টানাপোড়েন, অপরাধবোধ এবং সন্তানের সুরক্ষায় একজন মায়ের নৈতিক দ্বন্দ্ব ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। আমি কেন্দ্রীয় চরিত্রে, একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছি। এতে রয়েছে অনেক ভালো উপাদান, যা দর্শকদের পছন্দ হবে বলে আমার বিশ্বাস।”

ওটিটি প্ল্যাটফর্মে নাট্যশিল্পীদের ব্যাপক আগ্রহ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “এটি অবশ্যই ইতিবাচক। কারণ ওটিটি প্ল্যাটফর্ম দর্শকদের কাছে পৌঁছানোর একটি ভালো মাধ্যম। এখানে গল্প বলার ধরণ ভিন্ন এবং চরিত্রগুলো গভীরভাবে উপস্থাপিত হয়। সময় নিয়ে কাজের পরিবেশ থাকে যা শিল্পীদের ভালো কাজ করার সুযোগ দেয়। এজন্য শিল্পীরা এখন ওটিটিতে বেশি কাজ করছেন।”

দর্শকদের কাছে অনেক সময় তার কাজ কম মনে হলেও সে বিষয়ে সাদিয়া জানান, “আমি বেছে বেছে কাজ করি ঠিকই, তবে কাজ করি না এটা সত্য নয়। আমার কাছে অনেক প্রস্তাব আসে এবং ভালো কাজ হলে আমি কাউকেই ফিরিয়ে দিই না। সম্মানের সঙ্গে ডাকলে অবশ্যই কাজ করি এবং ভবিষ্যতেও করব। আমার পছন্দ অনুযায়ী যারা জানেন, তারা সেরকম কাজ নিয়ে আমাকে ভাবেন। সম্প্রতি একটি নাটক করেছি। দর্শক হয়তো আমাকে বেশি দেখতে চান, তাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।”

জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’ সিনেমা সম্পর্কে তার মত, “সিনেমাটি দেখেছি এবং খুব ভালো লেগেছে। অনেকদিন পর জাহিদ হাসান ভালো একটি সিনেমায় কাজ করেছেন। তার অভিনয় দর্শকদের স্পর্শ করেছে। এছাড়া অন্যান্য অভিনেতাদের পারফরম্যান্সও প্রশংসনীয় ছিল।”

নাচের প্রতি তার ভালবাসার কথাও তিনি তুলে ধরেন, “আমি তিন বছর বয়স থেকেই নাচ করছি। তাই এর প্রতি ভালোবাসা অনেক বেশি। নাচ নিয়ে আমি সবসময় চর্চা করে চলেছি এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানাই, যাঁরা আমাদের জায়গা তৈরি করে দিয়েছেন। সেই জন্যই আমরা আজও কাজ করতে পারছি।”

নারী মডেল হিসেবে এখনও জনপ্রিয়তা ধরে রাখার বিষয়ে সাদিয়া বলেন, “সবাই আমাকে ভালোবেসে আজ এই অবস্থানে এসেছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যারা আমাকে সেরা ভাবেন, তারা আমার কাজ ভালোবেসে এমন মনে করেন। এজন্য নিজেকে ধন্য মনে করি।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

আমরা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৬...

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর, খোলা সব জলকপাট

ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর...

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী শিশুসহ নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কের খলসি এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার...

রাঙামাটিতে ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণে ভূমিধসের ঝুঁকিতে ৬ পরিবার

রাঙামাটির রাজবাড়ী এলাকায় প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের...

মার্কিন শুল্ক বৃদ্ধিতে বিপর্যয়ের মুখে ভারতের চিংড়ি রপ্তানি খাত

ভারতের অন্যতম প্রধান কৃষি রপ্তানি খাত চিংড়ি শিল্প বর্তমানে...

প্রথমবারের মতো হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী...

যুক্তরাষ্ট্রে রানওয়েতে বিমান দুর্ঘটনা, আগুনে ক্ষতিগ্রস্ত একাধিক বিমান

যুক্তরাষ্ট্রের মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের সময় একটি ছোট...

ছক্কায় শীর্ষে অস্ট্রেলিয়া, রেকর্ড গড়েও পিছিয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসাবে হাজার ছক্কার মাইলফলক ছুঁয়েছিল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img