টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ও একাধিক সংসার নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। তবে এই আলোচনার মাঝেও সম্প্রতি নতুন এক খবর প্রকাশ পেয়েছে যা নেটিজেনদের মধ্যে আবারো আলোচনা সৃষ্টি করেছে।
২০১৯ সালে পাঞ্জাবি মতে চণ্ডীগড়ে গোপনে বিয়ে হয় শ্রাবন্তী ও রোশন সিংয়ের। কিন্তু এক বছরের মধ্যে তাদের সম্পর্কের মধ্যে ধীরে ধীরে টানাপোড়েন শুরু হয়। চলতি বছরের এপ্রিল মাসে আদালত বিচ্ছেদের আইনি অনুমোদন দেন এবং তাদের জীবন আলাদা পথে এগিয়ে যায়। বিচ্ছেদের মাত্র তিন মাসের মাথায় রোশন সিং নতুন সংসার গড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোশন সিং দীর্ঘদিন ধরে এক বাঙালি কন্যার সঙ্গে সম্পর্ক চালিয়ে আসছিলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজেই এ সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। রোশনের নতুন প্রেমিকার নাম অনামিকা মৈত্র।
সামাজিক মাধ্যমে রোশন সিং একটি বিয়ের কার্ডও শেয়ার করেছেন, যেখানে তাদের বিয়ের তারিখ হিসেবে উল্লেখ রয়েছে ২৮ জুলাই। বিয়ের কার্ডে দেখা যায় রোশন ও অনামিকা পেছন ফিরে হাঁটছেন এবং উপরে লেখা ‘রোশন ওয়েডস অনামিকা’।
নতুন দম্পতি তাদের নাম মিলিয়ে তৈরি করেছেন ‘রোশানা’ নামক পরিচয়। এর আগে রোশন একাধিকবার অনামিকার সঙ্গে ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে তাদের সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন।
অনামিকা মৈত্র কলকাতার বাসিন্দা, তিনি ‘দ্য হেরিটেজ অ্যাকাডেমি’ থেকে এমএসসি এবং ‘সিম্বোসিস ইনস্টিটিউট’ থেকে এমবিএ করেছেন। তার ফেসবুক প্রোফাইলে স্পষ্টভাবে ‘ইন এ রিলেশনশিপ উইথ রোশান’ উল্লেখ রয়েছে।
শ্রাবন্তী ও রোশন সিংয়ের বিচ্ছেদের রেশ এখনও কাটতে না কাটতেই রোশনের এ নতুন সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে।