রিয়েলিটি শো ‘বিগ বস’ ফিরছে নতুন সিজন, নতুন থিম আর পুরনো চমক নিয়ে। গতকাল প্রকাশিত টিজারে দেখা যায় সালমান খানকে রাজনীতিবিদের রূপে, যিনি ঘোষণা দিচ্ছেন—এবার ‘বিগ বস’-এর ঘরের সিদ্ধান্ত এককভাবে নয়, বরং সব সদস্য মিলে নেবেন। থিমের নাম ‘ঘরওয়ালো কি সরকার’।
টিজার অনুসারে, এবারের সিজনে থাকবে ‘রিওয়াইন্ড’ কনসেপ্ট। অর্থাৎ আগের মৌসুমের কিছু জনপ্রিয় ফর্ম্যাট যেমন ‘সিক্রেট রুম’ এবং খাবার-পানীয় ভিত্তিক টাস্ক আবার ফিরছে। পাশাপাশি বড় পরিবর্তন আসছে মনোনয়ন এবং উচ্ছেদের নিয়মে—এবার দর্শকরাও অংশ নিতে পারবেন সিদ্ধান্তে।
প্রচার শুরু:
২৪ আগস্ট থেকে ‘বিগ বস ১৯’ সম্প্রচার শুরু হবে জিও হটস্টার ও কালারস টিভিতে। প্রতিযোগীদের তালিকা এখনও প্রকাশ হয়নি, তবে সামাজিক মাধ্যমে জনপ্রিয় তারকা, কিছু টিভি অভিনেতা ও বাস্তব জীবনের দম্পতি অংশ নিতে পারেন বলে খবর মিলেছে।