জুবায়ের ফাহিম
আজকাল এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব যে কখনও টম এন্ড জেরি কাটুন এর নাম শুনে নাই। ছোট থেকে বড় সবারই পছন্দ এই কাটুন টি। ২ট চরিত্র যেমন আমাদের শিখিয়েছে যে নিজের বন্ধু কে কিভাবে ফাঁদে ফেলে ধরার কি আপ্রাণ চেষ্টা,আবার ভুল বুঝাবুঝি হলে কিভাবে নিজেদের বন্ধুত্বপূর্ণ অবস্থা আসতে হয়।\
প্রথমত এর শুরু তে এই “টম এন্ড জেরী” ছিল না। ১৯৩০সালের শেষ এর দিকে “এম জি এম” অ্যানিমেশন স্টুডিওর অংশ ছিলেন গল্পলেখক ও চরিত্র ডিজাইনার “উইলিয়াম হ্যানা” এবং পরিচালক “জোসেফ বারবারা”। তারা একসাথে ছবি পরিচালনা করতেন। ইদুর বিড়াল নিয়ে তাদের প্রথম কার্টুনা ছিল “পাস গেটস দ্য বুট”।
এটির কাজ শেষ হয় ১৯৩৯ এ এবং প্রথম বার থিয়েটার এ প্রদশিত হয় ১৯৪০ এর ১০ই ফেব্রুয়ারি। তখন এটির কেন্দ্রীয় চরিত্র ছিল জ্যসপার যেই বিড়াল কোন এক নাম না যানা ইদুর কে ধরার চেষ্টা করতে থাকে। এবং ধরতে গিয়ে ঘটায় সব অঘটন। ম্যামী জোর তখন বিড়াল টিকে “আউট আউট” বলে বের হয়ে যেতে বলত। আর সেই সুযোগ এ ইঁদুর টাও কাপ প্লেট সব ফেলে দিত যাতে জেসপারকে বের করে দেয়া হয়। ১৯৪১ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট শট সাবজেক্ট কাটুনস পুরস্কার মনোনয়ন পায়।তবে এম জি এমেরি এক কাটুন ” দ্য মিল্কি ওয়ে” এর কাছে হেরে যায়। শেষে হ্যানা আর বারবারা স্টুডিওর ভিতরেই নতুন নামকরণের প্রতিযোগিতা আয়োজন করেন এবং অ্যানিমেটর জন কারের প্রস্তাবে “টম এন্ড জেরি” রাখা হয়।এবং এর প্রতি টি দৃশ্য তৈরি তে আনুমানিক US$৩০,০০০ থেকে US$৭০,০০০ খরচ হয়েছে।