বিনোদন ডেস্ক
মুসাররাত আবির জাহিন
‘#PadmanChallenge’ এই হ্যাশট্যাগটি আলোড়ন তুলেছে ফেসবুক-টুইটারসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এই হ্যাশট্যাগটি কি শুধুই ব্যবহৃত হচ্ছে গত ৯ই ফেব্রুয়ারি মুক্তি পাওয়া অক্ষয় কুমার,সোনাম কাপুর এবং রাধিকা আপ্তের অভিনীত সিনেমা ‘প্যাডম্যান’ এর জন্য? না,ঠিক তা নয়,বরং এটি ব্যবহৃত হচ্ছে আমাদের সমাজ থেকে মেয়েদের পিরিয়ড সংক্রান্ত ট্যাবুগুলো দূর করার জন্য। আর বাল্কি পরিচালিত এই সিনেমাটির অনুপ্রেরণায় রয়েছেন ভারতের তামিলনাড়ুর অরুণাচলাম মুরুগানানথাম। যিনি একজন সমাজসেবী এবং সফল উদ্যোক্তা, যিনি কিনা পুরো ভারতে কিভাবে সাশ্রয়ী মূল্যে স্যানিটারি প্যাড তৈরী করা যায়,সেই উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু কেন তিনি নিয়েছিলেন এই উদ্যোগ? জানতে হলে যেতে হবে বেশ কয়েক বছর পেছনে।
সালটা ১৯৯৮। ২৬ বছর বয়সী অরুণাচলাম বিয়ে করলেন সেখানকারই মেয়ে শান্তি কে। বিয়ের কিছুদিন পরেই তিনি খেয়াল করলেন তার বউ মাসিকের সময় অস্বাস্থ্যকর এবং অপরিষ্কার কাপড় ব্যাবহার করেন। বিষয়টিতে তার খটকা লাগে। তিনি তার বউকে জিজ্ঞেস করলেন কেন সে স্যানিটারি প্যাড ব্যাবহার করেন না? উত্তরে তার বউ বললেন যে এগুলো এত দামী যে এগুলো কেনার সামর্থ্য তার পরিবারের নেই,এমন কি অরুণাচালমও এত দাম দিয়ে প্যাড কিনে দিতে পারলেন না। তাই অরুণাচলাম নিজেই তুলা,আঠা এবং কাপড় দিয়ে তৈরী করে ফেললেন প্যাড। কিন্তু এই হাতে তৈরী প্যাড তার বউয়ের কাছে স্বস্তিদায়ক মনে হচ্ছিলো না। এরই মাঝে তিনি জানতে পারেন যে ভারতের মাত্র ২০% মেয়ে ভাল স্যানিটারি প্যাড ব্যাবহার করে। তাই তিনি এই প্যাডকে সহজলভ্য করে তুলতে নতুন নতুন জিনিস দিয়ে প্যাড তৈরী করা শুরু করলেন, আর এইগুলোর পরীক্ষা চালালেন তার স্ত্রীর উপর। কিন্তু তার স্ত্রী তার এগুলোকে পাগলামি ভেবে উড়িয়ে দেন এবং তার উপর এগুলো পরীক্ষা করতে মানা করে দেন। তাই তিনি নিজেই হয়ে যান নিজের গিনিপিগ। নিজেই প্যাডগুলো পরে রাস্তায় হাঁটা শুরু করলেন। কিন্তু বাদ সাধলো আশেপাশের মানুষ। তারা এটাকে নিয়ে মারাত্মক মজা শুরু করলো। আর এইগুলো সইতে না পেরে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। কিন্তু এত কিছুর পরেও কি অরুণাচলাম পেরেছিলেন প্যাড তৈরী করতে? না তিনি প্যাড তৈরী করতে পারেন নি,তৈরী করেছেন কম মূল্যের প্যাড তৈরী করার মেশিন।
যেই মেশিনের সাহায্যে মেয়েরা নিজেদের জন্য প্যাড তৈরী করতে তো পারবেই,সেই সাথে সেগুলো বানিয়ে বিক্রিও করতে পারবেন। আর এইভাবেই তারা স্বাবলম্বী হয়ে উঠবেন। আর অরুণাচলামের এই উদ্যোগ তাকে ২০১৪ সালের টাইম ম্যাগাজিনের ‘সেরা ১০০ ব্যক্তি’ র মধ্যে স্থান দিয়েছে।
আর এই অরুণাচলামের কাহিনী নিয়েই বানানো হয়েছে ২০ কোটি রূপির ‘প্যাডম্যান’ যা ইতিমধ্যে ১০০ কোটি রূপির ক্লাবে ঢুকে পড়েছে। মুভিটির আইএমডিবি রেট ৮.৫ এবং রোটেন টমেটোর রেট ১০০! যদিও ‘ধর্মীয় অনুভূতি তে আঘাত হেনেছে’ এই কারণ দর্শীয়ে পাকিস্থান এই মুভিটি নিষিদ্ধ করে দিলেও অক্ষয় কুমার এসবের পরোয়া করেন না। তার মতে এটি পরিবারের সবাই একসাথে মিলে দেখার মতই সিনেমা। আর এই ‘প্যাডম্যান চ্যালেঞ্জ’ এ অংশ নিয়েছেন সিনেমার কলাকুশলীরা থেকে শুরু করে অনিল কাপুর,আমির খান,জ্যাকুলিন ফার্নান্দেজ সহ সর্বস্তরের মানুষ। কেননা তারা সবাইই এটা মানেন যে, ‘ মাসিক কোনো অভিশাপ নয়,এটি হলো আশীর্বাদ।’